আরও সহজ হল Youtube থেকে টাকা কামানো, নয়া পরিবর্তনে ক্রিয়েটর্সদের মধ্যে খুশির হাওয়া

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই নেটমাধ্যমে ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। এমনকি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সোশ্যাল মিডিয়ার (Social Media) প্ল্যাটফর্মগুলিকে ব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও তৈরি হয়েছে। এমতাবস্থায়, যাঁরা নতুন কনটেন্ট ক্রিয়েটার সেক্ষেত্রে তাঁদের জন্য একটি দুর্দান্ত খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার Google-এর মালিকানাধীন ভিডিও কোম্পানি Youtube তার মনিটাইজেশন পলিসিতে বড়সড় পরিবর্তন করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার থেকে ১,০০০ জন সাবস্ক্রাইবারের পরিবর্তে নূন্যতম ৫০০ জন সাবস্ক্রাইবার থাকলেই কনটেন্ট ক্রিয়েটাররা অর্থ উপার্জন করতে পারবেন। এই প্রসঙ্গে কোম্পানি সূত্রে ঘোষণা করা হয়েছে যে, এটি Youtube পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবিটির মাপকাঠিকে হ্রাস করেছে এবং কম ফলোয়ার্স রয়েছে এমন কনটেন্ট ক্রিয়েটারদের জন্য মনিটাইজেশন পদ্ধতির পরিধি বাড়ানো হয়েছে।

   

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ক্রিয়েটারদের বিভিন্ন শর্তপূরণের মাধ্যমে Youtube পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ এবং তাঁদের কনটেন্ট মনিটাইজ করতে হত। তবে, এই নতুন নিয়মের অধীনে, ক্রিয়েটাররা ৫০০ জন সাবস্ক্রাইবারের শর্তপূরণের মাধ্যমেই মনিটাইজেশনের জন্য যোগ্য হতে পারবেন।

শুধু তাই নয়, এর পাশাপাশি ওয়াচ আওয়ারের মাপকাঠি ৪,০০০ ঘন্টা থেকে কমিয়ে ৩,০০০ ঘন্টা করা হয়েছে এবং Shorts দেখার ক্ষেত্রে শর্ত ১০ মিলিয়ন থেকে কমিয়ে ৩ মিলিয়ন করা হয়েছে। তবে, এই আপডেটেড শর্তগুলি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে প্রয়োগ করা হবে।

বর্তমানে Youtube সক্রিয়ভাবে ক্রিয়েটারদের তার অ্যাড রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে উপার্জন করতে উৎসাহিত করছে। বিশেষ করে Shorts-এর জন্য একটি পৃথক অ্যাড রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম উপলব্ধ রয়েছে। ক্রিয়েটারদের তাঁদের কনটেন্ট মনিটাইজ করার অনুমতি দিয়ে, Youtube তাঁদের উদ্বুদ্ধ করেছে এবং শর্ট-ফর্ম কনটেন্টগুলিকে আরও উন্নত করার লক্ষ্য নিচ্ছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Youtube-এর মতো, TikTok-এর মতো অন্যান্য প্ল্যাটফর্মগুলিও মনিটাইজেশন শুরুর প্রতি পদক্ষেপ গ্রহণ করছে। TikTok সম্প্রতি ঘোষণা করেছে যে, সিরিজ নামক তার ভিডিও পেওয়াল বৈশিষ্ট্যটি ১০,০০০-এর বেশি ফলোয়ার্স রয়েছে এমন ক্রিয়েটারদের জন্য উপলব্ধ হবে। পাশাপাশি, ১,০০০ জন ফলোয়ার্স রয়েছেন এমন ক্রিয়েটাররা যদি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট পূরণ করে ফেলতে পারেন সেক্ষেত্রে তাঁরাও আবেদন করতে পারে।

wjoel 1777 180403 youtube 003

এদিকে, ইউটিউব তার শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামকে প্রসারিত করছে। যা আগে শুধুমাত্র ইনভাইটেশনের মাধ্যমে নির্বাচিত ক্রিয়েটারদের জন্য উপলব্ধ ছিল। এখন, মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২০,০০০ সাবস্ক্রাইবার রয়েছে এমন YPP অংশগ্রহণকারীরাও এই প্রোগ্রামটি অ্যাক্সেস করতে পারবেন। যেখানে তাঁরা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে উপার্জন করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর