বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের পর যে গণপরিবহনের উপর আমরা সব থেকে বেশি ভরসা করি সেটি হল বাস। সস্তায় দ্রুত কোথাও পৌঁছানোর জন্য বাস আমাদের কাছে অন্যতম একটি প্রধান বিকল্প। আমাদের দেশে সরকারি ও বেসরকারি দুই ধরনের বাস চলাচল করে। তবে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ সরকারি বাসের উপরেই বেশি ভরসা রাখেন।
সরকারি বাসের ভাড়া যেমন বেসরকারি বাসের থেকে কম, তেমনই এই বাস অপেক্ষাকৃত দ্রুত গন্তব্যে পৌঁছায়। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের পরিবহন দপ্তর বিভিন্ন রুটে নতুন বাস পরিষেবা শুরু করছে। করোনা মহামারীর সময় বেশ কিছু বাস রুট বন্ধ হয়ে যায়। এই তালিকায় ছিল কিছু সরকারি বাসও।
কিন্তু বর্তমানে রাজ্যের পরিবহন দপ্তর নতুন করে বেশ কিছু রুটে সরকারি বাস পরিষেবা শুরু করতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার রুটে বিশেষ নজর দিচ্ছে পরিবহন দপ্তর। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bongaon) থেকে সোজা আসানসোল (Asansol) পর্যন্ত নতুন সরকারি বাস রুট শুরু করল। এই রুটের বাসের টিকিট অনলাইনের পাশাপাশি যাত্রীরা অফলাইনেও বুক করতে পারবেন।
এই রুটের বাসের টিকিট বুক করা যাবে online.sbstcbooking.co.in থেকে। বনগাঁ থেকে আসানসোল যেতে হলে একাধিকবার ট্রেন বদল করতে হয়। এই ঝামেলা থেকে মুক্তি পেতে এখানকার মানুষদের ভরসার অন্যতম প্রধান পরিবহন হয়ে উঠেছে এই বাস। এমন অবস্থায় পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু বাস বনগাঁ থেকে আসানসোল পর্যন্ত চালানোর। SBSTC সূত্রে খবর, এই রুটের সরকারি বাসটি বনগাঁ থেকে ছাড়ে সকাল সাড়ে সাতটায়।
গাইঘাটা, হাবড়া, বারাসাত, এয়ারপোর্ট ৩নং, ডানলপ, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ এ স্টপেজ দেয় এই বাসটি। এরপর সেটি পৌঁছে যায় আসানসোল। বনগাঁ থেকে আসানসোলগামী এই বাসটি বারাসাতে এসে পৌঁছায় সকাল সাড়ে নটায়। অপরদিকে আসানসোল থেকে বনগাঁগামী বাসটি ছাড়ে সকাল ১১ঃ৪৫ মিনিটে। এরপর সেটি বর্ধমান, ডানলপ হয়ে এয়ারপোর্ট, বারাসত, হাবড়া, গাইঘাটা হয়ে পৌঁছায় বনগাঁয়।