বাংলাহান্ট ডেস্ক: আপনার কি বাড়িতে পোষ্য আছে? ইচ্ছে হয় আপনার চার-পেয়ে বন্ধুকে নিয়ে দূরে কোথাও ভ্রমণ করার? কিন্তু এখনও ট্রেনে তাদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা নেই। পোষ্যকে নিয়ে ট্রেনে উঠতে চাইলে আপনাকে ফার্স্ট ক্লাসের টিকিট কেটে যেতে হবে। কিন্তু সকলের সেই সামর্থ থাকে না। তাই এই সমস্যার সমাধানে পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)।
এ বার ট্রেনে আপনার সঙ্গেই নিয়ে যেতে পারবেন পোষ্যকে। উত্তর-পূর্ব রেলের আধিকারিকরা কামরায় পোষ্যকে নিয়ে যাওয়ার জন্য এক বিশেষ জায়গা তৈরির প্রস্তাব গ্রহণ করেছেন। সেই মতো ট্রেনের কামরাগুলিকে বিশেষ ভাবে তৈরি করা হবে।
উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিংহ জানিয়েছেন, ট্রেনের বিদ্যুতবাহী কামরাগুলির নকশায় বিশেষ বদল আনা হবে। সেখানে পোষ্যদের খাঁচা তৈরি করা হবে। যাত্রার সময়ে এই পোষ্যদের দেখাশোনার দায়িত্বে থাকবেন ট্রেনের গার্ড। কিন্তু তাদের জন্য খাবার ও অন্যান্য বন্দোবস্ত পোষ্যের মালিককেই করতে হবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কামরার নকশা বদলের কাজ শুরু করা হয়েছে। চাহিদার উপর ভিত্তি করে এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সিপিআরও। সংরক্ষিত যাত্রীদের থেকে এপ্রিলের ১ তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৬ শতাংশ বেশি আয় হয়েছিল রেলের। এমন তথ্যই উঠে এসেছিল সামনে।
পাশাপাশি, অসংরক্ষিত ক্ষেত্র থেকে ১৩৭ শতাংশেরও বেশি আয় হয়েছিল রেলের। এক বছর আগের একই সময়ের তুলনায় এই ন’মাসে রেলের আয় বেড়েছে অনেকটাই। এপ্রিল থেকে ডিসেম্বর ২০২২-এর মধ্যে ভারতীয় রেল যাত্রী ভাড়া থেকে আনুমানিক ৪৮ হাজার ৯১৩ কোটি টাকা আয় করেছে।