আর পুলিশি জোর-জুলুম নয়, হেলমেট পড়া আপনার ইচ্ছা, নতুন নিয়ম কার্যকর এই রাজ্যে!

 

বাংলা হান্ট ডেস্ক : সেভ ড্রাইভ সেভ লাইফ পশ্চিমবঙ্গের বর্তমান নিয়ে রাস্তায় চলতে গেলে এই হোডিং প্রায়শই দেখা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কতদূর ফলপ্রসূ হয়েছে ফলপ্রসূ কদ্দুর হয়েছে তা প্রশাসনের দস্তাবেজ বলতে পারবে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা উপদেশ আঘাতে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুবই প্রয়োজন কিন্তু গুজরাট দেখালো অন্য দিক এই দিক এর সুফল ও কুফল এখনই আলোচনার সময় আসেনি তবে এই সিদ্ধান্তকে কতটা মেনে নেওয়া যেতে পারে তা নিয়ে দ্বিমত থাকতেই পারে।

IMG 20191206 175816

গুজরাটের মিউনিসিপ্যাল বা কর্পোরেশন অঞ্চলে। তবে শহরের রাস্তা পার করে হাইওয়েতে বা পঞ্চায়েতে ঢুকলে আপনাকে ব্যবহার করতে হবে হেলমেট। এরকমটাই ঘোষণা করেছেন গুজরাটের পরিবহণ মন্ত্রী আর সি ফালডু। তিনি জানিয়েছেন, ‘হেলমেট পরা নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে সরকারের ঘরে। এইসব অভিযোগে অনেক বাস্তব সমস্যার উল্লেখ আছে।’ তবে বাস্তব সমস্যাগুলি কি তা খোলাসা করে ঘোষণা করেনি সরকার।  এবার এই নিয়ম প্রযোজ্য হলে কতটা সরকার ট্র্যাফিক আইন কে মানিয়ে চলতে পারবে কতটা পারবে না তা সময়ই বলবে


সম্পর্কিত খবর