বাংলা হান্ট ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) তৈরি করার ক্ষেত্রে এবার কেন্দ্রীয় সরকার বড়সড় স্বস্তি দিয়েছে। এমতাবস্থায়, আপনিও যদি ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবেন তাহলে নিঃসন্দেহে বর্তমান প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত, এবার আর RTO-তে না গিয়েই এমনকি, সেখানে কোনোরকম পরীক্ষা ছাড়াই আপনি লাইসেন্স পেতে পারবেন। আর এই সুবিধাই শুরু করতে চলেছে সরকার।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দ্বারা নির্দেশিত নতুন নিয়মের অধীনে, আপনি যে কোনো স্বীকৃত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের সাহায্যে ড্রাইভিং লাইসেন্স করাতে পারবেন। তবে, এটির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে ওই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যোগ্য প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।
এমতাবস্থায়, এই নিয়ম শুরু হলে লাইসেন্স তৈরির ক্ষেত্রে আর RTO-তে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না প্রার্থীদের। জানা গিয়েছে, কেন্দ্র বা রাজ্য পরিবহণ বিভাগ এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করবে। যাঁরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তাঁদের স্বীকৃত ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করতে হবে এবং প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পর ওই কেন্দ্র একটি সার্টিফিকেট প্রদান করবে। আর এই সার্টিফিকেট পাওয়ার পরই প্রার্থীরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
যার ফলে RTO কোনোরকম পরীক্ষা ছাড়াই ওই সার্টিফিকেটের ভিত্তিতে লাইসেন্স ইস্যু করবে। জানা গিয়েছে যে, প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে সিমুলেটর এবং ডেডিকেটেড ড্রাইভিং টেস্ট ট্র্যাক দিয়ে সজ্জিত করা হবে। পাশাপাশি, ওই স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র হালকা মোটর যান (LMV)-এর পাশাপাশি মাঝারি ও ভারী যানবাহন (HMV) চালনার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করতে পারবে। এর জন্য LMV-র প্রশিক্ষণের মোট সময়কাল হবে ২৯ ঘন্টা। যা সংশ্লিষ্ট কোর্স শুরু হওয়ার চার সপ্তাহের মধ্যে শেষ করতে হবে।