সরকারি চাকরি লাগবে না! এবার মাসে মাসে মিলবে পেনশন! দুর্দান্ত প্রকল্প সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ, পেনশন (Pension) সহ সরকারি চাকরিতে নানান সুবিধা পাওয়া যায়। সেই কারণে অনেকেই বছরের পর বছর ধরে সরকারি চাকরির (Government Job) চেষ্টা করেন। বিশেষত অবসরের পর পেনশনের সুবিধা চান অনেকেই। তবে এবার আর চিন্তা করতে হবে না! সরকারি চাকরি না থাকলেও মাসে মাসে মিলবে পেনশন। এমনই একটি দুর্দান্ত প্রকল্প (Government Scheme) রয়েছে সরকারের।

মাসে মাসে মিলবে পেনশন (Pension)! এই প্রকল্প সম্বন্ধে জানেন?

কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, দেশবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পগুলির মাধ্যমে উপকৃত হয়েছেন অগুনতি মানুষ। এমনই একটি প্রকল্পের নাম হল এনপিএস বাৎসল্য স্কিম। এখানে সঠিকভাবে বিনিয়োগ করলে মাসিক পেনশনের সুবিধা পাওয়া যেতে পারে। নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মা-বাবারা এই প্রকল্পে টাকা রাখতে পারেন।

এনপিএস বাৎসল্য স্কিম পরিচালনা করে পেনশন (Pension) ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটি প্রতিষ্ঠানটি সরকারি। ফলে এখানে টাকা বিনিয়োগ করায় কোনও ঝুঁকি নেই। তবে এই প্রকল্পে টাকা রাখতে হলে বিনিয়োগকারীর সন্তানের বয়স ১৮ বছরের নীচে হতে হয়। এক্ষেত্রে বলে রাখি, সন্তানদের জন্য এই প্রকল্পে টাকা বিনিয়োগ করে থাকে মা-বাবা। নাবালক-নাবালিকার নামে প্রকল্প হলেও, এর সম্পূর্ণ কাজ তাঁর অভিভাবককেই করতে হয়।

আরও পড়ুনঃ তিলোত্তমার জন্মদিনে পথে নামছে মা-বাবা! আজ কী কী কর্মসূচি রয়েছে তাঁদের?

জানা যাচ্ছে, এই প্রকল্পে ১০০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। এরপর বিনিয়োগকারী যত বেশি টাকা রাখতে চান, তিনি রাখতে পারেন। এনপিএস বাৎসল্য প্রকল্পের (NPS Vatsalya Yojana) বিষয়ে বিশদে জানতে নিকটবর্তী সরকারি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।

Pension

এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে গেলে নাবালক-নাবালিকার জন্মের প্রমাণপত্র দরকার হয় বলে খবর। সেই সঙ্গেই ওই শিশুর মা-বাবার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট দরকার হয়। এছাড়া এই প্রকল্পে যিনি টাকা রাখবেন, তাঁকে নিজের কেওয়াইসি দিতে হয়। তবে সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে, এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না।

রিপোর্ট বলছে, এনপিএস বাৎসল্য প্রকল্পে মাসিক ৫৫০০ টাকা করে বিনিয়োগ করলে, সন্তানের ৬০ বছর বয়স হলে ১০০ কোটি ৭৩ লক্ষ ৫১ হাজার ৬২ টাকা হাতে পাওয়া যাবে। এখানে সুদের হার ৬.৭৫%। ফলে ৫৫০০ টাকা করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীর সন্তানের ৬০ বছর বয়স হলে মোট ২ কোটি ৩৩ লক্ষ ৩৬ হাজার ৫২৫ টাকা বিনিয়োগ হবে। এতে ৯৮ কোটি ৪০ লক্ষ ১৪ হাজার ৫৩৭ টাকা ক্যাপিটাল গেন হবে বলে খবর। ফলে সবমিলিয়ে বিনিয়োগকারীর সন্তান ১০০ কোটির বেশি টাকা পাবেন। এছাড়া তিনি চাইলে মাসিক পেনশন (Pension) হিসেবে ২২ লক্ষ ৬৬ হাজার ৫৪০ টাকা করেও নিতে পারেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর