NRC প্রসঙ্গে মুখ খুললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: শনিবার দিন প্রকাশিত হয়েছে অসমের চূড়ান্ত নাগরিক তালিকা। সেই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষ। তালিকা থেকে বাদ যাওয়া এই মানুষটা যদি নিজেদের ভারতীয় প্রমাণ করতে পারেন একমাত্র তাহলেই তারা ভারতে থাকার স্বীকৃতি পাবেন।

india bangladesh flag1

জানা গিয়েছে এমন বহু মানুষ অসহায় রয়েছেন যারা বাংলাদেশ থেকে সেখানে এসেছেন। শেখ হাসিনা এর আগেই বলেছেন তাদের আর ফিরিয়ে নেবে না বাংলাদেশ।

ভারতের দাবি এমন বহু মানুষ রয়েছেন যারা ৭১সালের এর পর অসমে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে তাদের ফিরিয়ে নেবে বলে ভারতের ধারণা। ভারত বলে বাংলাদেশ থেকে এসে অনেকে অবৈধভাবে ভারতে রয়েছে বাংলাদেশে তাদের ফিরিয়ে নেবে বলে আমরা বিশ্বাস রাখি।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ‘ভারত অনেক বড় দেশ তাই অনেক বাঙালি সেখানে থাকে। তবে একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি, এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি। তাই আমরা আশা রাখি ভারত সেই বাঙ্গালীদের আমাদের দিকে ঠেলে দেবে না।’

সম্পর্কিত খবর