আসামের পর বাংলায় NRC আনতে চলেছেন মোদী সরকার! তৈরি রাখুন সমস্ত নথি

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক  : তালিকা ‘‌ক’:‌‌ অসমে ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্যরাতের আগে কারও নিম্নলিখিত নথিপত্রে নাম থাকলে তিনি এনআরসি–‌ভুক্ত হতে পারেন।

১. ১৯৫১–‌র এনআরসি তালিকা। ২. ১৯৭১–‌এর আগে ভোটার–‌তালিকা। ৩. জমি বা ভাড়া বাড়ির প্রমাণ। ৪. নাগরিকত্বের সার্টিফিকেট। ৫. স্থায়ী বসবাসের শংসাপত্র। ৬. শরণার্থী সার্টিফিকেট। ৭. পাসপোর্ট। ৮. এলআইসি পলিসি। ৯. সরকারি লাইসেন্স বা সার্টিফিকেট। ১০. সরকারি সেবা বা চাকরির সার্টিফিকেট। ১১. ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট। ১২. জন্মের শংসাপত্র। ১৩. বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। ১৪. আদালতের নথিপত্র।


তালিকা ‘‌খ’:‌ বাবা, মা, ঠাকুর্দা বা ঠাকুমার ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্যরাতের আগে নিম্নলিখিত তালিকায় নাম থাকলেও মিলতে পারে নাগরিকত্ব।
১. জন্মের শংসাপত্র।
২. জমির রেকর্ড।
৩. বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট।
৪. ব্যাঙ্ক, এলআইসি বা পোস্ট অফিসের কাগজপত্র।
৫. বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সার্কেল ইনস্পেক্টর বা গ্রাম–‌পঞ্চায়েত সচিবের সার্টিফিকেট।
৬. ১৯৭১–‌এর আগে ভোটার–‌তালিকা।
৭. রেশন কার্ড।
৮. অন্য যে–‌কোনও আইনগত ভাবে বৈধ সরকারি নথিপত্র।

সম্পর্কিত খবর

X