‘হিন্দু ধর্ম বলেই এই রকম কাজ করে এখনও বেঁচে আছে’ কালী বিতর্কে সরব হলেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

বাংলাহান্ট ডেস্ক : কালী বিতর্ক নিয়ে যেটা হচ্ছে সেটা অন্যায়। এই মন্তব্য করলেন ভারতীয় পুরাণ ও মহাকাব্য বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী (Nrisingha Prasad Bhaduri)। তীব্র ভাষায় তিনি নিন্দা করলেন হিন্দু ধর্মের দেব-দেবতাদের নিয়ে বার বার এই কুৎসা রটানো মানুষদের। এরই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন সনাতনী হিন্দু ধর্মে মা কালীর কী অবস্থান। কতটা মারাত্মক আবেগের সঙ্গে জড়িয়ে আছেন মা কালী। সেই ভাবাবেগকে আঘাত করার বিরুদ্ধে এবার সরব হলেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তীব্র বিরোধিতা করেন দেবী কালীকে অন্য রূপে দেখানোর জন্য (kali Controversy)। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মা কালী দেবী দুর্গারই প্রতিরূপ। কালীর জন্মই হয় দেবী দুর্গার শরীরের কোশ থেকে। তাই তাঁকে কৌশিকি কালীও বলা হয়। তবে কৌশিকি কালীর রূপ কিছুটা ভিন্ন। দেবী উমা প্রথমে কালী রূপেই অবস্থান করতেন। কালীর বর্তমান রূপ তৈরি হয়েছে মূলত শাঙ্খ দর্শন অনুসারেই।’

এরপরেই নৃসিংহপ্রসাদ ভাদুড়ীকে (Nrisingha Prasad Bhaduri) প্রশ্ন করা হয়, কালীর হাতে সিগারেট তুলে দেওয়া হচ্ছে, তাঁকে ধূমপান করানো হচ্ছে, এটা কি দেবী কালীর মাহাত্ম্যকে তুচ্ছ করা হচ্ছে? এই প্রশ্নের জবাবেই প্রবল ক্ষোভ প্রকাশ করেন তিনি। নৃসিংহপ্রসাদ বলেন, ‘অবশ্যই কালীর মাহাত্মকে ছোটো করা হচ্ছে। এবং যারা করছে তারা ভারতীয় বলেই করতে পারছে। কারণ দেবতার উপাসনা করতে করতে তাঁর সঙ্গে আমাদের প্রিয়ত্বের সম্পর্ক তৈরি হয়।’

গীতা থেকে শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণকে উজ্জ্বল বিরাট রূপে যখন দর্শন করেন অর্জুন, তখন কুন্তিপুত্র ভগবানের এই বিরাট রূপ সহ্য করতে পারেন নি। বাধ্য হয়ে অর্জুন কৃষ্ণকে সৌম্য হতে বলেন। এবং তিনি প্রার্থনা করে পিতার কাছে পুত্রের, বন্ধুর কাছে বন্ধুর যেমন সহজ সরল সম্পর্ক থাকে, তেমনই সম্পর্ক আশা করেন অর্জুন। সেই রকমই সব দেবতার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে। রামকৃষ্ণের সঙ্গে মা কালীর সম্পর্ককে দেখো। কখনও তিনি তাঁকে খাওয়াচ্ছেন, কখনও আবার শাস্তিও দিচ্ছেন। এই যে একটা বিরাট ভাবের জগৎ, সেই ভাবকে, সেই আবেগকে এই রকম নোংরামি দিয়ে প্রকাশ করা মারাত্মক অপরাধ। শুধু হিন্দু ধর্ম বলেই এই রকম কাজ করে এখনও বেঁচে আছেন। অন্য কোনও ধর্ম নিয়ে এমন করে দেখুন না একবার। যাঁরা এটা করছেন তাঁরা সস্তা প্রচারের জন্য করছেন। তবে যেটা হচ্ছে সেটা অন্যায়।’


Sudipto

সম্পর্কিত খবর