অবশেষে NRS কান্ডের অবসান! ডাক্তারদের সমস্ত দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী

 

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে কাটতে চলেছে হাসপাতালে অচলাবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক জটিলতা কাটিয়ে বৈঠক করলেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে। বৈঠক শেষে দু’পক্ষই জানিয়েছে, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে।’ বৈঠকে হওয়া সিদ্ধান্ত লিখিতভাবে হাতে নিয়ে চিকিৎসকরা NRS হাসপাতাল থেকেই ঘোষণা করবেন কাজে যোগ দেওয়ার কথা। তাঁরা ১২ দফা দাবি রেখেছিল সকলের সামনে, মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন প্রত্যেকটিই। তিনি এও জানিয়েছেন, আহত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে তিনি দেখতে যাবেন, চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করলেই।

 

আজ ৩১ জনের প্রতিনিধি দল নবান্নে যায় চিকিৎসকদের নিরাপত্তা, সরকারি হাসপাতালের পরিকাঠামো-সহ ১২ দফা দাবি নিয়ে।

9454e img 20190617 wa0037

এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ছাড়াও ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার অনুজ শর্মা। জুনিয়র চিকিৎসকরা বৈঠক শুরু হতে একে একে নিজেদের দাবি গুলো তুলে ধরেন। প্রত্যেকের দাবি শুনার পর মুখ্যমন্ত্রী সেই হিসেবেই আগামীদিনের কর্মসূচির নির্দেশ দেন।


সম্পর্কিত খবর