বাংলা হান্ট ডেস্ক: রোগীর পরিবারের আত্মীয়জনরা এবার পাল্টা অবরোধের পথে হাঁটলেন এনআরএস কাণ্ডে। ফের নতুন করে উত্তেজনার পারদ চড়ল আজ সকালে। রোগীর আত্মীয়রা এজেসি বোস রোড অবরোধ করলেন এনআরএস-এর সামনে। রাস্তা অবরোধের জেরে ব্যাহত হয়ে যায় চলাচল। বিপদের সম্মুখীন হন অফিসযাত্রীরা।
রোগীর পরিবারের লোকেরা জানান, তাদের কোন মন্তব্য নেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে। তারা শুধু পৌঁছাতে চান হাসপাতালের ভেতরে ভর্তি থাকা, তাদের পরিচিত রোগীদের কাছে। তারা জানতে চান তাদের চিকিৎসাধীন আত্মীয় স্বজনদের অবস্থা। তাঁদের অভিযোগ, “৩ দিন হয়ে গেল। ডেথ সার্টিফিকেট দেওয়ার পর্যন্ত লোক নেই।” এই ঘটনার সুরাহা করতে বিক্ষোভকারী রোগীর আত্মীয়রা, অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও দাবি করেছেন ঘটনাস্থলে।
পুলিস কর্তাদের অনুরোধ করতে দেখা যায় অবরোধ তুলে নেওয়ার জন্য। তাদের অনুরোধ অবরোধ তুলে যেন আলোচনায় আসেন তারা। কিন্তু বিক্ষোভকরারীরা কোনও কথা শুনতেই নারাজ। অবশ্য পুলিশের কোনো কথার ভ্রুক্ষেপই করছে না বিক্ষোভকারী রোগীর আত্মীয় স্বজনরা। তাঁদের অভিযোগ, পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না রোগীদের ভিতরে হাসপাতালের ঢুকাতে।