বাংলা হান্ট ডেস্ক: নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আসতে হবে NRS হাসপাতালে। তাঁকে কথা বলতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে। শুনতে হবে তাদের অভাব-অভিযোগ। প্রতিশ্রুতি দিতে হবে নিরাপত্তার। জানিয়ে দেওয়া হলো তা নাহলে NRS-এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রত্যাহার করবে না এই আন্দোলন।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেন SSKM-এ রোগীর পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়ে। তিনি বলেন, “এরা ডাক্তার! কী ভেবেছে কী ওরা? অনেকে নাটক করছে। যারা নাটক করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাদের বুদ্ধিতে কাজ করছে ওরা? ডাক্তারিতে হিন্দু মুসলমান হয় না।”
জুনিয়র ডাক্তারদের দ্রুত আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন মমতা। এরপরই বৈঠক বসে NRS-র আন্দোলনকারী চিকিৎসকদের পরিচালন সমিতির। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, NRS-এ এসে নিঃর্শতে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। ব্যবস্থা করতে হবে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের। তারপরেই সিদ্ধান্ত নেবেন পরবর্তী কি করা উচিত!