বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় অজিত দোভাল। দু’দিনের ঝটিকা সফরে রাজ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (NSA Ajit Doval)। চুপিসারে একাধিক গোয়েন্দা আধিকারিকের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। হঠাৎ কেন এই উচ্চপর্যায়ের বৈঠক? এই নিয়ে প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। গত বছরের শেষ থেকেই যেভাবে সীমান্তে অশান্তি বেড়েছে, বাংলাদেশি অনুপ্রবেশের একের পর এক ঘটনা সামনে আসছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দোভালের এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বলছে ওয়াকিবহাল মহল।
রাজ্যে অজিত দোভাল-NSA Ajit Doval
সূত্রের খবর, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে মাওবাদ। ইসলামিক জঙ্গি থেকে মাওবাদী- বাংলা নিয়ে চিন্তায় কেন্দ্র। একদিকে ইসলামিক জঙ্গি সংগঠন সহ পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র ক্রমাগত বাড়বাড়ন্ত, অন্যদিকে মাওবাদ। সবমিলিয়ে বাংলা নিয়ে উদ্বিগ্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এমনটাই তথ্য উঠে এসেছে গোয়েন্দা বৈঠক থেকে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে দোভালের নির্দেশ, স্থানীয় স্তরে কিভাবে তাদের সংগঠনের বিস্তার ঘটছে, আর্থিক সাহায্য কিভাবে মিলছে এই সমস্ত বিষয়ে নজরদারি বাড়াতে হবে। বৈঠকের পাশাপাশি ‘চিকেন নেক’ সংলগ্ন অঞ্চল খতিয়ে দেখেন দোভাল। সূত্রের খবর, অনুপ্রবেশের ক্ষেত্রে সীমান্ত এলাকায় BSF এর গাফিলতির কথাও উঠে এসেছে হাইভোল্টেজ বৈঠক থেকে।
হাসিনা জমানার পর বাংলাদেশে এখনও অস্থির পরিস্থিতি বর্তমান। আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল মুজাহিদিন-এর মতো জঙ্গি সংগঠনগুলোর দাপাদাপি ক্রমশ বাড়ছে এই রাজ্যে। সম্প্রতি রাজ্যে একাধিক জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সামনে এসেছে। উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বড় খবর! কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট দিল CBI! রয়েছে ‘এই’ ২জনেরও নাম
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বেশ কয়েকজন জঙ্গিকেও আটক করা হয়েছে রাজ্যে। রিপোর্ট বলছে, সম্প্রতি অসম এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১৮ জন, মূলত বাংলাদেশি জঙ্গি সংগঠনের জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। দোভালের আশঙ্কা, মাওবাদী সংগঠনের একাধিক নেতা পশ্চিমবঙ্গে আত্মগোপন করে রয়েছেন। যাতে কোনোভাবেই পাক গুপ্তচররা রাজ্যে গা ঢাকা দিয়ে না থাকতে পারে সেই লক্ষ্যে গোয়েন্দাদের আরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন দোভাল।