পুরনো পদ্ধতিতে ফিরল এনটিএ! ঘোষণা করা হল বাতিল নেট ও স্থগিত পরীক্ষাগুলির নতুন দিন

   

বাংলা হান্ট ডেস্ক: প্রশ্ন ফাঁসের আশঙ্কায় পরীক্ষার একদিন পরেই বাতিল করা হয়েছিল বিভিন্ন বিষয়ের গবেষণার প্রবেশিকা পরীক্ষা। একই সাথে স্থগিত হয়ে গিয়েছিল বিজ্ঞান বিষয়ক গবেষণার পরীক্ষা। তবে শুক্রবার রাতেই এই দুই পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ (NTA)। বিশেষ পরিবর্তন আনা হয়েছে পরীক্ষা গ্রহণের ধরনেরও।

এর আগে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেন ওএমআর শিটে। তবে জানা যাচ্ছে এবার এবার এই পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারে অর্থাৎ কম্পিউটার বেসড্‌ টেস্ট (সিবিটি)। প্রসঙ্গত গত বছরের ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা নেওয়া হতো কম্পিউটারে। কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসার পরেই দেওয়া হতো চারটি অপশন।

সেখান থেকেই সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু আগামী জুন মাসে নেটের পরীক্ষার সেই পদ্ধতিতে বদল আনা না হচ্ছে। এবার থেকে আবার সেই আগের মতোই কম্পিউটার বেস পদ্ধতিতে পরীক্ষা নিতে চলেছে এনটিএ। একটি বিজ্ঞপ্তি দিয়ে এই এনটিএ জানিয়েছে আগামী ২১ জুলাই থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট পরীক্ষা সম্পন্ন হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! প্রায় ২ মাস দেরিতে ২০২৫-র পরীক্ষার সূচি জানাল পর্ষদ

তবে নির্দিষ্ট দিন এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। অন্যদিকে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা নেওয়া  হবে ২৫ থেকে ২৭ জুলাই। অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়া ঠিক এক মাস পরেই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি এবং ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট অর্থাৎ এনসিইটি  আগামী ১০ জুলাই সম্পন্ন হবে।

NET

স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা (এআইএপিজিইটি) পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ ৬ জুলাইয়েই অনুষ্ঠিত হবে। তবে বিস্তারিত জানার জন্য পরীক্ষার্থীদের www.nta.ac.in –এ নজর রাখতে বলা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর