বাংলা হান্ট ডেস্ক: আপনাকে যদি বলা হয় যে, একটি মাছ ধরার জালে আচমকাই পারমাণবিক সাবমেরিন (Nuclear Submarine) ধরা পড়েছে, তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন! এমনকি, বিষয়টির রীতিমতো অবিশ্বাস্য বলেও মনে হতে পারে। কিন্তু, এই অবাক করা ঘটনাই এবার ঘটেছে নরওয়েতে। যার ফলে আমেরিকা সহ সমগ্র বিশ্বেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শুধু তাই নয়, ৭,৮০০ টন ওজনের পারমাণবিক সাবমেরিন কীভাবে মাছ ধরার জালে আটকে গেল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।
মাছ ধরার জালে উঠল পারমাণবিক সাবমেরিন (Nuclear Submarine):
আসলে জেলেরা সাগরে বড় মাছের খোঁজ করলেও কোনও মাছ ধরা পড়েনি। কিন্তু, মাছের বদলে জালে আটকা পড়ে একটি বিশাল সাবমেরিন (Nuclear Submarine)। যেটি সুপার পাওয়ার আমেরিকার বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। আর এই অবাক করা ঘটনাটিই ঘটেছে নরওয়েতে।
১১৫ মিটার দীর্ঘ পারমাণবিক সাবমেরিন: রিপোর্ট অনুযায়ী, নরওয়ের কিছু জেলে ট্রমসের কাছে একটি নৌকো থেকে মাছ ধরছিলেন। সেই সময়ে তাঁরা ১,৫০০ পাউন্ডের হ্যালিবাট মাছ দেখতে পান। এরপর আরও মাছ পাওয়ার আশায় তাঁরা আবার জলে জাল ফেলেন। কিন্তু তারপরে যা ঘটে তাতে চক্ষু চড়কগাছ হয়ে যায় জেলেদের। জালে আটকে পড়ে বিশাল সাবমেরিন (Nuclear Submarine) ইউএসএস ভার্জিনিয়া। এটি মার্কিন নৌবাহিনীর একটি মারাত্মক পারমাণবিক সাবমেরিন। যেটি প্রায় ১১৫ মিটার দীর্ঘ। এই পারমাণবিক সাবমেরিনের ওজন প্রায় ৭,৮০০ টন।
আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার মধ্যবিত্তদের আসছে সুদিন, কি জানালেন অর্থমন্ত্রী?
জেলেদের জাল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়: ইউএসএস ভার্জিনিয়ার প্রপেলার জালে ধরা পড়ে। এই ডুবোজাহাজটি (Nuclear Submarine) জেলেদের নৌকোটিকে প্রায় ২ মাইল পর্যন্ত টেনে নিয়ে যায় বলেও জানা গিয়েছে। জেলেরা তৎক্ষণাৎ উপকূলরক্ষী বাহিনীর কাছ থেকে একটি রেডিও বার্তা পান যে সাবমেরিনের প্রপেলারটি জালে আটকা পড়েছে। মাছ ধরার জালটি ডুবোজাহাজের প্রপেলারে সম্পূর্ণরূপে আটকে গিয়েছিল এবং কোনওভাবে এটি কেটে ফেলা হয়।
আরও পড়ুন: কি অবস্থা! এবার নিজের দেশের ক্লাবের কাছেই চরম অপমানিত নেইমার, কারণ জানলে আপনিও পাবেন দুঃখ
তবে, সামগ্রিক বিষয়টি জেলেদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হিসেবে প্রমাণিত হয়েছে। কারণ, তাঁদের মাছ ধরার জালটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। পরে, অসলোতে মার্কিন দূতাবাসও ওই ঘটনার সময় মার্কিন সাবমেরিন ইউএসএস ভার্জিনিয়া (Nuclear Submarine) সেখানে উপস্থিত ছিল বলে নিশ্চিত করেছে। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল ১৯৯৯ সালেও। সেই সময়ে একটি ব্রিটিশ সাবমেরিন দুর্ঘটনাক্রমে মাছ ধরার জাহাজে আটকে যায়।