এখনো পর্যন্ত সবথেকে কম, মাত্র ৫০ জঙ্গি বেঁচে কাশ্মীরে! রিপোর্টে আশার আলো দেখছে ভারত

বাংলা হান্ট ডেস্ক : ধারা ৩৭০ (Article 370) রোধ করার পর পরিস্থিতি আমূল-পরিবর্তন হয়েছে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir)। বিগত কয়েক বছর ধরে ক্রমাগত তল্লাশি অভিযান চালিয়ে গেছে ভারতীয় সেনা (Indian Army)। একের পর এক বড় সাফল্যও এসেছে। একসময় নাশকতার রাজধানী হয়ে ওটা ভূস্বর্গ আজ অনেকটাই শান্ত। এক সময় যেখানে সেনা দেখলেই ছোঁড়া হত পাথর, আজ সেখানে শহিদ জওয়ানের শ্রদ্ধায় মোমবাতি মিছিল বের।

সম্প্রতি আর একটি তথ্য সামনে আসছে যা দেখে খুশির ঢেউ উঠবে গোটা দেশ জুড়ে। ভারতীয় সেনার তরফ থেকে দাবি করা হয়েছে জম্মু-কাশ্মীরে জীবিত জঙ্গির সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৫০-এ, যা ইদানিংকালের সর্বনিম্ন। ২০১৭ সালে এই সংখ্যাটা ছিল ৩৫০ ধারা ৩৭০ অবলুপ্তির সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, জম্মু-কাশ্মীর একদি সন্ত্রাসবাদ মুক্ত এলাকায় পরিণত হবে। সম্প্রতি পাওয়া তথ্য সেদিকেই ইঙ্গিত করছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

army

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পুঞ্চ নিয়ন্ত্রণরেখা (Control Line) পেরিয়ে কিছু দুষ্কৃতী ভারতে প্রবেশ করার চেষ্টা করে।  ভারতীয় সেনাবাহিনীর অপারেশনে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। এক সন্ত্রাসী (Terrorist) নিহত হয়েছে, অন্য অনুপ্রবেশকারীরা (Intruders) পালিয়ে যায়। তাদের খুঁজে বের করার জন্য এলাকা ঘিরে ফেলা হয়।

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা (Army) কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধির উপর নজর রাখছিল। এদিন তারা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আসার চেষ্টা করে। তখন ভারতীয় সৈন্য ও সন্ত্রাসবাদীদের মধ্যে গোলাগুলি চলে। এক আধিকর্তা জানান বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের মধ্যে গুলি চলে।

জম্মু এলাকার সেনাবাহিনীর পিআরও লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, এদিন মধ্য রাতে পুঞ্চ (Poonch) এলওসি বরাবর সীমান্তে কাঁটাতারের কাছে একদল সন্দেহজনক ব্যক্তির ঘোরাফেরা লক্ষ্য করে সেনারা। এরপর তাদের উপর নজরদারি শুরু করে এই অপারেশন চালানো হয়। তবে অনুপ্রবেশকারীরা কারা তা এখন নিশ্চিত করে জানা যায়নি।


Sudipto

সম্পর্কিত খবর