বিপদের নেই শেষ! পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, সতর্কতা জারি করল NASA

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি NASA একটি অত্যন্ত চাঞ্চল্যকর সর্তকতা জারি করেছে। যেখানে বলা হয়েছে, গত ২৭ অগাস্ট থেকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে পাঁচটি গ্রহাণু তথা Asteroid পৃথিবীর কাছাকাছি আসবে। NASA-র জেট প্রোপালশন ল্যাবরেটরি সক্রিয়ভাবে এই নিয়ার আর্থ অবজেক্টগুলিকে ট্র্যাক করেছে। যদিও NASA আশ্বস্ত করেছে যে এই ফ্লাইবাই গ্রহাণুগুলি পৃথিবীর জন্য কোনও হুমকি সৃষ্টি করে না। তবে, সেগুলি পৃথিবীর কাছাকাছি চলে আসবে। জানিয়ে রাখি যে, এই গ্রহাণুগুলি প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবী গঠনের সময় সৃষ্ট পাথুরে অথবা বরফযুক্ত ধ্বংসাবশেষ। এমতাবস্থায়, চলুন জেনে নিই কোন কোন গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু (Asteroid):

১. Asteroid 2020 RL: জানিয়ে রাখি যে, 2020 RL হল ১১০ ফুটের একটি নিয়ার-আর্থ অ্যাস্টেরয়েড।। যেটি গত ২৭ অগাস্ট পৃথিবীর কাছ দিয়ে চলে যায়। এটি পৃথিবীর ওপর কোনও প্রভাব ফেলেনি।

২. Asteroid 2021 RA10: এদিকে, গত ২৮ অগাস্ট 2021 RA10 নামের গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল। এটি একটি ৯২ ফুটের গ্রহাণু। যা প্রায় একটি বিমানের মতো বড় ছিল।

৩. Asteroid 2012 SX49: ৬৪ ফুট ব্যাসের 2012 SX49 গ্রহাণুটি আয়তনে একটি বাড়ির মতো বড় ছিল। এটিও পৃথিবীর কাছ ঘেঁষে চলে গিয়েছে। এই গ্রহাণুটিও পৃথিবীর ওপরে কোনও প্রভাব ফেলেনি।

Number of asteroid are speeding toward earth.

৪. Asteroid 2016 RJ20: এই গ্রহাণুটির আকার হল একটি বিমানের মতো বড়। যেটির আয়তন ৬৪ ফুট। এই গ্রহাণুটি আগামী ৩০ অগাস্ট পৃথিবীর কাছাকাছি আসবে।

আরও পড়ুন: ভারতে তৈরি হবে ১২ টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি! ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ, মোদী সরকার নিল বড় সিদ্ধান্ত

৫. Asteroid 2021 JT: এই পাঁচটি গ্রহাণুর মধ্যে, 2021 JT হল সবচেয়ে ছোট গ্রহাণু। যেটির আয়তন মাত্র ৩৮ ফুট। এই গ্রহাণুটি আগামী ১ সেপ্টেম্বর প্রায় ৬৩.৬ লক্ষ কিলোমিটার দূরত্বে পৃথিবীর পাশ দিয়ে যাবে।

আরও পড়ুন: ICC র‌্যাঙ্কিংয়ে ফের বজায় থাকল রোহিত-কোহলিদের দাপট! কপাল পুড়ল পাক তারকা বাবর আজমের

গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে কি হবে: জানিয়ে রাখি যে, যদি একটি বড় গ্রহাণু (Asteroid) পৃথিবীতে আঘাত করে, তার প্রভাব খুব বিপজ্জনক হতে পারে। বিশেষ করে সেটি যদি এটি একটি জনবহুল এলাকায় পড়ে তাহলে তা বড় ক্ষতির কারণ হয়ে উঠবে। বৃহৎ আকারের গ্রহাণু বেশ কয়েকটি পারমাণবিক বোমার সমতুল্য ক্ষতি করতে পারে। কিন্তু ওপরে উল্লিখিত গ্রহাণুগুলি পৃথিবীর কাছ দিয়ে নিরাপদে চলে যাবে। সেগুলি থেকে বিপদের কোনও আশঙ্কা নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর