বাংলাহান্ট ডেস্ক : আমরা সবাই শান্তি চাই। কিন্তু আমরা চাইলেই তো হল না, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতেই থাকে। এছাড়াও থাকে রাজনৈতিক কোন্দল। এবার শান্তিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করল Global Peace Index বা GPI। এই দেশগুলিতে বলতে গেলে কোনও ধরনের অশান্তি হয় না।
মোট ১৬৩ টি দেশের উপর সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। আইসল্যান্ড রয়েছে এই তালিকার একদম শীর্ষে। জানলে অবাক হবেন ২০০৮ সাল থেকে আইসল্যান্ড বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের জায়গা দখল করে রেখেছে।নিউজিল্যান্ড আয়ারল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রিয়া মতো দেশের নামও রয়েছে এই তালিকার প্রথম দিকে।
এই তালিকায় একদম শেষে অবস্থান করছে আফগানিস্তান। সব থেকে অশান্তিপূর্ণ দেশ হিসেবে এই নিয়ে আট বার আফগানিস্তান তালিকার শেষে জায়গা বজায় রাখল। ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান ও গণতান্ত্রিক-প্রজাতন্ত্র কঙ্গো রয়েছে আফগানিস্তানের ঠিক উপরে। এবার নিশ্চই জানতে ইচ্ছা করছে শান্তিপূর্ণ দেশের তালিকায় ভারত কত নম্বরে রয়েছে?
১৬৩ টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১২৬ নম্বরে। ভারতের রাজনৈতিক হিংসা, রাজনৈতিক অশান্তি ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়গুলি আগের থেকে বেশ উন্নত হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে গত দু বছরে ভারত এক বারও সংঘর্ষে জড়ায়নি। চীন ও পাকিস্তানের সাথে সীমান্ত সংঘর্ষের কথা কিন্তু তালিকায় উল্লেখ করেছে জিপিআই।
এই তালিকায় ভারতের থেকে ২০ ধাপ নিচে অবস্থান করছে পাকিস্তান। এই তালিকায় আমেরিকা রয়েছে ১৩১ নম্বর স্থানে। শান্তিপূর্ণ দেশ হিসেবে চীন কিন্তু ভারতের থেকে 46 ধাপ এগিয়ে রয়েছে। নেপাল ৭৯ নম্বর ও শ্রীলঙ্কা ১০৭ নম্বর স্থানে রয়েছে এই তালিকায়। জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর মত দেশগুলি রয়েছে ভারতের উপর স্থানে।