কোনও রাজ্যের পুলিশই আটকাতে পারবে না গাড়ি, নতুন নম্বর প্লেট চালু হচ্ছে ভারতে

বাংলা হান্ট ডেস্ক: ভারত সরকার কিছুদিন আগেই BH বা ভারত সিরিজের (Bharat Series) রেজিস্ট্রেশন নম্বরের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছিল। তবে, এই প্রক্রিয়াটি এখন নতুন যানবাহনের জন্যও সারা দেশে শুরু হয়েছে। সংসদে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সরকার।

এই নম্বর প্লেটের মূল সুবিধা হল এতে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের রেজিস্ট্রেশন নম্বর থাকবে না এবং এটি BH দিয়ে শুরু হবে। এর সাথে, আপনি যদি কোনো রাজ্য থেকে অন্য রাজ্যে আপনার গাড়ি নিয়ে যান তবে নম্বর পরিবর্তন করার প্রয়োজনও আর নেই। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, নীতিন গড়কড়ি সংসদে একটি লিখিত বিবৃতি জারি করে বলেছেন যে, নতুন যানবাহনের জন্য ভারত সিরিজ ইতিমধ্যেই চালু করা হয়েছে।

জানা গিয়েছে যে, BH সিরিজের নম্বর প্লেটে VIP নম্বরের সুবিধা দেওয়া হয় না এবং এই নম্বরটি সাধারণ নম্বর প্লেটের থেকেও সম্পূর্ণ আলাদা হবে। এই নম্বর প্লেটে প্রথমে চলতি বছরের শেষ দুই অঙ্ক লেখা হবে, তারপর BH লেখার পাশাপাশি সবশেষে চার অঙ্কের প্রদত্ত নম্বর লেখা থাকবে। একটি সাদা প্লেটের ওপর কালো রঙে সংখ্যাগুলি লেখা হবে বলেও জানা গিয়েছে।

BH সিরিজের জন্য, ১০ লক্ষ টাকা পর্যন্ত দামের যানবাহনের উপর ৮ শতাংশ, ১০-২০ লক্ষ টাকা দামের যানবাহনের উপর ১০ শতাংশ এবং ২০ লক্ষের বেশি দামের যানবাহনের উপর ১২ শতাংশ রোড ট্যাক্স নির্ধারণ করা হবে। তবে, এই পরিসংখ্যানে, ডিজেল গাড়িতে দুই শতাংশ বেশি রোড ট্যাক্স দিতে হবে। অপরদিকে, বৈদ্যুতিক গাড়ির ওপর এই কর কমানো হবে ২ শতাংশ।

এছাড়াও, কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি আরও জানিয়েছেন যে, ২০২০ সালের আগস্টে সংশোধিত মোটর যান আইনের অধীনে সরকার এই পরিবর্তনের বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। BH সিরিজ রেজিস্ট্রেশনের নম্বর প্লেটের সাথে, আপনি সারা দেশের যে কোনো রাজ্যে গাড়িটি স্থায়ীভাবে নিয়ে গেলেও আপনাকে আর রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করতে হবে না।

যারা কর্মসূত্রে প্রায়ই এক রাজ্য থেকে আরেক রাজ্যে স্থানান্তরিত হন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম খুবই কার্যকরী। পাশাপাশি, মনে করা হচ্ছে যে, এই সিরিজটি প্রকাশের পরে, গাড়ি চালকরা কোনো সমস্যা ছাড়াই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবেন। বিবৃতিতে এটিও সামনে এসেছে যে, প্রতিরক্ষা, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর্মচারীদের স্বেচ্ছায় BH সিরিজ বেছে নেওয়ার বিকল্প থাকবে।

new BH series number

এদিকে, সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় ও রাজ্যের PUC ছাড়াও, বেসরকারী সেক্টরের সংস্থাগুলি যাদের অফিস চারটি বা তারও বেশি রাজ্যে রয়েছে, সেই সংস্থাগুলির কর্মচারীদেরও তাদের ব্যক্তিগত যানবাহনের জন্য BH সিরিজ রেজিস্ট্রেশন দেওয়া হবে বলে জানা গিয়েছে। BH সিরিজ নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে, আপনাকে দুই বছরের জন্য বা দুই বছরে একাধিক নম্বরের ক্ষেত্রে গাড়ির কর দিতে হবে।

পাশাপাশি, মোট ১৪ বছর পূর্ণ হওয়ার পরে, গাড়ির উপর বার্ষিক ট্যাক্স নেওয়া হবে এবং এর পরিমাণও অর্ধেক হবে। কর্ণাটকের পাশাপাশি, অন্যান্য অনেক রাজ্য ইতিমধ্যেই নির্বাচিত গোষ্ঠীর গাড়ির মালিকদের BH সিরিজের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া শুরু করেছে। তবে বর্তমানে, রাজ্য সরকারগুলি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরই BH সিরিজ নম্বর জারি করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর