বাংলাহান্ট ডেস্ক : আপনি কি শক্তিশালী পাওয়ার ব্যাকআপের সাথে দুরন্ত মাইলেজযুক্ত স্কুটারের সন্ধানে রয়েছেন? সম্প্রতি মহারাষ্ট্রের পুনে শহরে বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থা নিউমেরোস মোটরস লঞ্চ করল তাদের ডিপ্লোস ম্যাক্স ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) মডেলটি। চালকদের ব্যক্তিগত চাহিদার কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নিউমেরোস মোটরসের এই স্কুটার।
দুর্দান্ত এক ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)
স্কুটারের হাব-মাউন্টেড পিএমএস মোটর ২.৬৭ কিলোওয়াট (৩.৫ বিএইচপি) এবং ১৩৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সংস্থা দাবি করেছে, তাদের নয়া এই ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) ঘণ্টায় সর্বোচ্চ ৬৩ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারের ১.৮৫ কিলোওয়াট ক্ষমতার দুটি শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি দেবে ১৪০ কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ।
আরও পড়ুন : ৩ বছরে ৬১৫ শতাংশ রিটার্ন, বিনিয়োগকারীদের মালামাল করল ডিফেন্স সেক্টরের এই শেয়ার
১.২ কিলোওয়াট চার্জার ব্যবহার করে মাত্র চার ঘন্টায় ফুলচার্জ করে নেওয়া যাবে স্কুটারটিকে। রাউন্ড এলইডি হেডলাইট এবং স্প্লিট সিট স্কুটারের ডিজাইনে যুক্ত করেছে আলাদা বৈশিষ্ট্য। স্কুটারের ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল দেবে রাইডিং মোড, জিওফেন্সিং, যানবাহন ট্র্যাকিং এবং চুরির সতর্কতার আগাম আল্যার্ট। পাশাপাশি স্কুটারের সিটের নিচে রয়েছে লার্জ স্পেস, যা অতিরিক্ত মালপত্র বহনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে।
আরও পড়ুন : ৩ বছরে ৬১৫ শতাংশ রিটার্ন, বিনিয়োগকারীদের মালামাল করল ডিফেন্স সেক্টরের এই শেয়ার
স্কুটারের টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার টুইন শক যেকোনও রাস্তায় দেবে আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা। দুর্দান্ত মাইলেজের শক্তিশালী এই ইলেকট্রিক স্কুটির এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র ১.১৩ লাখ টাকা থেকে। বর্তমানে কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার ১৪টি শহরে উপলব্ধ নিউমেরোস মোটরস। ২০২৭ সালের মধ্যে ৫০টি শহরে ১০০টিরও বেশি ডিলারশিপ খোলার পরিকল্পনাও নিয়েছে এই দেশীয় ইলেকট্রিক স্কুটি নির্মাণকারী সংস্থা।
নিউমেরোস মোটরসের প্রতিষ্ঠাতা এবং সিইও শ্রেয়স শিবুলালের মতে, ভারতের বাজারে আগামীদিনে বাজেটের মধ্যে গতিশীল বাহন প্রদানের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। ডিপ্লোস ম্যাক্স টেকসইতা, নিরাপত্তা এবং প্রযুক্তি উদ্ভাবনের একটি দুর্দান্ত উদাহরণ। আমরা ভারতীয় গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বৈদ্যুতিক গতিশীলতার ভবিষ্যত গঠনের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি।