নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে উধাও, ৬ মাস পর প্রকাশ্যে এলেন নূপুর শর্মা! পাশে কে?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালে বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা গোটা ভারত সহ বহু ইসলামিক দেশে একটি বিতর্কিত মন্তব্য করে আলোড়ন ফেলে দিয়েছিলেন । গত বছর একটি টিভি চ্যানেলে নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর নূপুর শর্মাকে নিয়ে বেশ হৈচৈ পড়েছিল। এরপরই নূপুর শর্মাকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

এই বিতর্কের পর ৬ মাস হয়ে গিয়েছে এবং এখন মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেই ছোলেন নূপুর শর্মা। বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল নূপুর শর্মার ছবি। বিকাশ পান্ডে নামে এক ব্যক্তি টুইটারে নূপুর শর্মার সাথে তার সাক্ষাতের ছবি শেয়ার করেছেন।

   

টুইটারে নূপুর শর্মার সাথে একটি ছবি শেয়ার করে বিকাশ পান্ডে লিখেছেন যে, ‘আমি আমার সাহসী বন্ধু এবং বোনের জন্য খুব গর্বিত।” বিকাশ পান্ডে আরও লিখেছেন যে, ‘তিনি বলেছিলেন যে তিনি কাউকে ভয় পান না, সবকিছু মহাদেবের হাতে।” বলে দিই, বিকাশ পান্ডে পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সোশ্যাল মিডিয়ায় আই সাপোর্ট নমো নামে একটি পেজ চালান।

গত বছরের জুন মাসে একটি টিভি চ্যানেলের বিতর্কে নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত বক্তব্য করার পর দেশের বিভিন্ন রাজ্যে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দিল্লিতে নথিভুক্ত মামলার সাথে সমস্ত এফআইআর লিঙ্ক করার জন্য তার তরফে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল। নূপুর শর্মার বিরুদ্ধে কড়া মন্তব্যও করেছিল সুপ্রিম কোর্ট।

https://twitter.com/MODIfiedVikas/status/1610298805085409281?s=20&t=K8KH-jc0IEWsNSlSYeGULg

এই গোটা ঘটনার পর নূপুর শর্মা নানা জায়গা থেকে হুমকি পেতে থাকে এবং তার জীবনের ঝুঁকিও বেড়ে যায়। নূপুর শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে দেশের অনেক রাজ্যে বিক্ষোভও হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে দলের মুখপাত্রের পদ থেকেও অপসারণ করা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর