স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্সকে বেঁধে রেখে গণধর্ষণ! ১ নাবালক-সহ গ্রেফতার তিন, চাঞ্চল্য ছত্রিশগড়ে

বাংলা হান্ট ডেস্কঃ ছত্রিশগড়ের (Chattisgar একটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত নার্সকে জোরপূর্বক গণধর্ষণ (Gang Rape) করার অভিযোগ উঠল এক নাবালক সহ চারজনের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হলেও বাকি একজন অভিযুক্ত পালিয়ে গিয়েছে বলে খবর।

ঘটনার কেন্দ্রস্থল ছত্রিশগড়ের মহেন্দ্রগড় জেলা অন্তর্গত ছিপছিপি গ্রাম। এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে গত শুক্রবার একাই কর্মরত ছিল ওই নার্স। পরবর্তীতে একা থাকার সুযোগ নিয়ে প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে চারজন অভিযুক্ত যুবক এবং পরবর্তীতে ওই মহিলাকে জোরপূর্বক বেঁধে রেখে তাকে গণধর্ষণ করা হয়।

শুধু তাই নয়, পরবর্তীতে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে মহিলাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় যে, পুলিশকে গোটা ঘটনা সম্পর্কে জানালে তাকে খুন করে দেওয়া হবে।

সূত্রের খবর, প্রথমে ভয় পেয়ে গেলেও পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে জানায় নির্যাতিতা এবং এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার কাছ হতে অভিযোগ পাওয়া মাত্রই নাবালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, নাবালকটি ১৭ বছর বয়সী। তবে এক্ষেত্রে একজন পলাতক হলেও তাকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Untitled design 2022 08 01T114809.417

এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। এক্ষেত্রে স্বাস্থ্য কেন্দ্রে মহিলা কর্মীরা কাজ করলে তাদের নিরাপত্তার বিষয়টি কেন দেখা হবে না, সে বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছে একাধিক মহল। এ ঘটনায় জেলার একটি স্বাস্থ্য কেন্দ্রের প্রধান আধিকারিক বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা যদি কঠোর শাস্তি না পায়, তাহলে আমরা আর কাজ করবো না।”

Sayan Das

সম্পর্কিত খবর