কুর্ণিশ! পিপিই কিটে অসহ্য গরম, কষ্টে বসে পড়েছেন নার্স; তবু্ও জারি লড়াই

বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে। এই অবস্থায় যারা সামনের থেকে লড়ে যাচ্ছেন তারা স্বাস্থ্য কর্মী। সাধারণ মানুষ যতই ডাক্তার, নার্সের পেশাকে ঈর্ষার চোখে দেখুক না কেন, কি অমানুষিক লড়াই চালিয়ে যেতে হয় এদের তা হয়তো অনেকেই বোঝেন না। অতিমারির সাথে ক্রমাগত লড়াই করে ক্লান্ত এক নার্সের ছবি উঠে এল সামাজিক মাধ্যমে। যা দেখে চোখে জল নেট পাড়ার।

images 2020 07 12T114834.818

৩২ ডিগ্রির ওপর চড়েছে তাপমাত্রা, সাথে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। এর মধ্যেও পিপিই কিট বাড়িয়েছে আরো গরম। অতিমারির সাথে লড়াই করতে করতে ক্লান্ত নার্স বসে পড়েছেন মেঝেতে। আর সেই অসম লড়াইয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমি আমার টিমকে নিয়ে গর্বিত।’

অসমে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। এক মুহূর্তে অবসর নেই ডাক্তার নার্সদের। অসমের রাজধানী গুয়াহাটিতে প্রতিদিন বাড়ছে ৫০০ থেকে ৭০০ জন করে করোনা আক্রান্ত। এই অবস্থায় সাদা পোশাকের ভগবানরা লড়ছেন অসম লড়াই। দিনরাত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন চিকিৎসক-নার্সরা।

ডাক্তার নার্সদের এই লড়াইকে কুর্ণিশ জানিয়েছে আপামর জনতা। সম্প্রতি ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে অমানুষিক এই সংগ্রামের ছবি। পরিবার বিচ্যুত হয়ে, পর্যাপ্ত সুরক্ষা না থাকা সত্ত্বেও এই লড়াই আরো একবার প্রমান করছে কেন ডাক্তার নার্সরা ভগবানের প্রতিভূ।


সম্পর্কিত খবর