বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির মাঝেই বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যব্যবস্থা খতিয়ে দেখে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে জানালেন, এবার থেকে নার্সদেরও (nurse) থাকবে পদোন্নতির সুযোগ। ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন নার্সরাও। ভালো কাজ করলে, অভিজ্ঞ নার্সদের পদোন্নতি করে প্র্যাকটিশনার সিস্টার পদ দেওয়া হবে। দেখতে পারবেন রোগীও।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন অনেক সিস্টার আছেন, যারা ডাক্তারের সমকক্ষ কাজ করতে পারেন বলে আমি মনে করি। চিকিৎসকরা অপারেশন করেন আর রোগী দেখেন। তবে নার্সরা স্যালাইন দেওয়া থেকে শুরু করে, রক্ত দেওয়া, আলট্রা সোনোগ্রাফি করা- সবকিছুই করেন। তবে এবার থেকে যারা ভালো কাজ করবেন, সেইসব নার্সদের প্রমোশন দেওয়া হবে। প্র্যাকটিস করার সুযোগ পাবেন তারা। প্র্যাকটিশনার সিস্টার বলা হবে তাদের। দেখতে পারবেন রোগীও’।
মুখ্যমন্ত্রী আর বলেন, ‘এই নার্সরা প্রয়োজনে চিকিৎসাও করতে পারবেন দায়িত্ব নিয়ে। কিছুটা হলেও পূরণ হবে ডাক্তারের খামতি। তারা নিজেদের পায়ে দাঁড়াতেও পারবেন এবং এতে করে আগামী দিনে নার্সের সংখ্যাও অনেক বাড়বে। স্বাস্থ্য দফতর সমস্ত নির্দেশিকা তৈরি করে দেবে’।
এদিন চিকিৎসকের অভাব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে চিকিৎসকের অভাব রয়েছে, সেটা আমরা জানি। আর সেই কারণেই কোয়াক ডাক্তারদের ব্যবহারও করা হচ্ছে। এই কোয়াক ডাক্তারদের উপরে কাজ করেই নোবেল পেয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তার ও নার্সরা তো ডাক্তারের নির্দেশ মেনেই কাজ করেন। এবার সেই কারণে প্র্যাকটিশনার সিস্টার পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে করে চিকিৎসা ব্যবস্থারও অনেক উন্নতি হবে’।