ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ৫৬ জন শিশুকে উদ্ধার করলেন নার্সরা

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College) এসএনসিইউতে (SNCU) ভর্তি ছিল ৫৬ টি সদ্যোজাত। প্রতিদিনকারের মত সেখানে তাঁদের চিকিৎসাও চলছিল। আচমকাই নার্সরা দেখতে পান হাসপাতালের ওই ওয়ার্ডের একটি ফ্যান থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে সদ্যোজাতদের ওয়ার্ডে।

হাসপাতালে অগ্নিকাণ্ড
হাসপাতাল সূত্রে যানা গেছে, মঙ্গলবার ভোর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসএনসিইউতে আচমকাই আগুন লেগে যায়। একটি ফ্যানের রেগুলেটর থেকে আগুনের ফুলকি বেরিয়ে এসে, অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কর্তব্যরত নার্স ও অন্য কর্মীরা এই ভয়াবহ মুহূর্তের মুখোমুখি হয়ে চিৎকার করতে শুরু করে। তাঁদের চিৎকার শুনে হাসপাতালের সকলেই সেখানে ছুটে আসে।

image 129

উদ্ধার করা হয় সমস্ত শিশুকেই
ওই ওয়ার্ডের সর্বত্রই ছড়িয়ে ছিল চিকিৎসা সরঞ্জাম। সে সবকে উপেক্ষা করে তারা কোন কিছুর পরোয়া না করে ওই শিশুদেরকে বাঁচাতে উদ্যত হয়। ঘটনার খবর পেয়ে সহকারী সুপার সহ অন্য চিকিৎসক ও কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই স্বাস্থ্যকর্মী নার্স ও ডাক্তাররা অক্ষত অবস্থায় সকল শিশুকে সেখান থেকে বের করে নিয়ে আসে। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত মায়েরা, নিজেদের সন্তানদের কাছে পেয়ে আশ্বস্ত বোধ করলেন।

ক্ষোভ প্রদর্শন করেছেন শিশুদের অভিবাদকরা
সন্তানদের কাছে পেয়ে স্বাস্থ্যকর্মী নার্স ও ডাক্তারদের ধন্যবাদ জানালেও, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষভে ফেটে পড়েন শিশুদের অভিবাদকরা। তবে প্রাথমিক অনুমান থেকে জানা যাচ্ছে, মূলত শর্ট শার্কিট থেকেই এই আগুন লেগে যায়। দমকলকে খবর দেওয়া হলেও, তারা আসার পূর্বেই আগুন নিভিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

ধন্যবাদ জ্ঞাপন করলেন হাসপাতাল সুপার
তবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ কৌশিক সমাজদার জানিয়েছেন, ‘প্রতি সপ্তাহে রক্ষণাবেক্ষণের পরও কিভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ৫৬ টি সদ্যোজাতকে অক্ষত অবস্থায় তাঁদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য ডাক্তারবাবু- স্বাস্থ্যকর্মী ও নার্সদের আমি ধন্যবাদ জানাব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর