বাংলাহান্ট ডেস্ক: বলি থেকে টলি সব জায়গাতেই আলোড়ন তুলছেন নুসরতরা। কেউ টিকটক ভিডিওতে জমিয়ে নেচে বাজিমাত করছেন। আবার কেউ বিকিনির তাপে উষ্ণতা বাড়াচ্ছেন। মোদ্দা কথা বলাই যায়, এই মুহূর্তে নুসরতরাই রয়েছেন সংবাদ শিরোনামে। কি ব্যপারটা খোলসা হচ্ছে না?
আসলে টলিউডের নুসরত জাহানেরপাশাপাশি বলিউডের (bollywood) নুসরতও একই রকম লাইমলাইটে থাকতে পছন্দ করেন। বিভিন্ন কারনে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (nushrat bharucha)।
কখনও অভিনয় প্রতিভা দেখিয়ে আবার কখনও বোল্ড পোশাকে বারে বারে নজর কাড়েন নুসরত। মাত্র কয়েকটি ছবিতে মুখ দেখালেও অভিনয় দক্ষতা যে তাঁর যথেষ্ট আছে তা নিয়ে দ্বিমত নেই নেটিজেনদের।
অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী নুসরত। নিজের ছবিতে হোক বা অন্য ছবির ডান্স নাম্বারে সবসময়ই স্টেজ মাতিয়ে দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত যেকটি ছবিতে অভিনয় করেছেন নুসরত সব ছবিগুলিরই গান সুপারহিট হয়েছে। সেইসব গানের ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করেছেন নুসরত। দেখে নিন এমনই কয়েকটি ভিডিও-
মরজাবা
নুসরত ভারুচা ও সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা গিয়েছে এই গানে। ‘পিয়ু ডাটকে’ গানটি গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিং ও ঋতু পাঠক। ইউটিউবে ভিডিওটির ভিউ হয়েছে ৮.১ মিলিয়ন।
https://www.instagram.com/p/B5hs1BRlfgv/?igshid=1evk0qzvmws9w
ড্রিম গার্ল
আয়ুষ্মান খুরানার সঙ্গে এটাই প্রথম ছবি নুসরতের। এই ছবিতে একটি ডান্স নাম্বার ও চারটি রোম্যান্টিক সহ মোট পাঁচটি গান রয়েছে। মিত ব্রোস গানগুলির সুর দিয়েছেন।
https://www.instagram.com/p/B2yHiWSFVMN/?igshid=1rotkxeqmi8hu
https://www.instagram.com/p/B1nvaXxlAi6/?igshid=lpenqm3opu95
https://www.instagram.com/p/B1oAkZqF694/?igshid=ym8obpwbln69
https://www.instagram.com/tv/B1JFgxvF2oN/?igshid=y7ajor6agm7q
https://www.instagram.com/tv/B1qTeC0F0Mj/?igshid=16s14s1kcl1hu
সোনু কে টিটু কি সুইটি
কার্তিক আরিয়ান, নুসরত ভারুচা ও সানি সিংকে দেখা গিয়েছে এই ছবিতে। বেশ কয়েকটি হিট গান উপহার দিয়েছে এই ছবি। অমল মালিক, ইয়ো ইয়ো হানি সিং, গুরু রানধাবা সহ আরও অনেক নামজাদা ব্যক্তি সুর দিয়েছেন এই ছবির গানে।
https://www.instagram.com/p/Be40F1cnM_P/?igshid=c45i6tv2ibba
https://www.instagram.com/p/BeYlJEWgfCV/?igshid=18clf2qyzl16p
https://www.instagram.com/p/BeFiU5bHl2w/?igshid=g4ssnadtpf5p
ইশক তেরা
গানটি লিখেছেন, সুর দিয়েছেন ও গেয়েছেন গুরু রানধাবা। মিউজিক অ্যালবামটিতে দেখা গিয়েছে নুসরতকে।
https://www.instagram.com/p/B1x_i1klDCN/?igshid=1ioomv6zs36eh
প্রসঙ্গত, বলিউডে নুসরত খুব বেশি ছবি না করলেও যে কটি করেছেন এখনও পর্যন্ত সবগুলিই সুপারহিট। ২০০৯ সালে ‘কাল কিসনে দেখা’ জবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর ‘পেয়ার কা পঞ্চনামা টু’, ‘সোনু কে টিটু কে সুইটি’, ‘ড্রিম গার্ল’ ছবিতে অভিনয় করেছেন নুসরত।
হংসল মেহতার ‘ছলাং’ ছবিতে অভিনয় করেছেন নুসরত। তাঁর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও।