নির্বাচনের আগে তৃণমূলের নয়া অ্যাপ ‘দিদির দূত’, প্রচারে নামলেন নুসরত-মিমি

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচন (election) কড়া নাড়ছে দোরগোড়ায়। চূড়ান্ত ব‍্যস্ত রাজ‍্যের শাসক দল তৃণমূল (tmc) থেকে বিরোধী শিবির বিজেপি। এবারে যে কাঁটায় কাঁটায় টক্কর হবে এই দুই ক্ষমতাশালী দলের তা আর বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের আগে ভোট টানতে কোনো কসুরই বাকি রাখছে না তৃণমূল বিজেপি দুই দলই।

জনকল‍্যাণে একের পর এক প্রকল্পের সূচনা করছে তৃণমূল সরকার। দিদিকে বলো, দুয়ারে সরকার, দুয়ারে তারকার পর এবার ‘দিদির দূত’ (didir doot)। দিদিকে বলোর পর এবার দিদির দূত নামে এই নতুন অ্যাপ্লিকেশনের সূচনা করেছে রাজ‍্যের শাসক দল। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের জন‍্যই এই বিশেষ অ্যাপের সূচনা।

nusrat jahan mimim indi
আর এই অ্যাপ প্রচারের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূলের দুই তারকা সাংসদ নুসরত জাহান (nusrat jahan) ও মিমি চক্রবর্তী (mimi chakraborty)। সোশ‍্যাল মিডিয়ায় পুরো দমে চলছে অ্যাপের প্রচার। নির্বাচনের আগে দলের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন মিমি নুসরত। আর সেটা তাঁদের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল দেখেই বেশ মালুম পড়ছে।

নিজের টুইটার হ‍্যান্ডেলে দিদির দূত অ্যাপ সংক্রান্ত টুইট করেছেন মিমি। অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে তিনি লিখেছেন, ‘দিদির দূত, এই ধরনের মোবাইল অ্যাপ এই প্রথম। পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের আরো কাছাকাছি পৌঁছাতে সাহায‍্য করবে এই অ্যাপ। এই লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন ও মানুষের জন‍্য দিদি কি কি উদ‍্যোগ নিয়েছেন তাও সবিস্তারে জানতে পারবেন।’

প্রচারে নেমে পড়েছেন নুসরত জাহানও। টুইটে তিনগ লিখেছেন, ‘দিদির সঙ্গে যুক্ত থাকতে চান? পশ্চিমবঙ্গের জন‍্য দিদির ভাবমূর্তির দূত হতে চান? আপনি এক ধাপ এগিয়ে রয়েছেন। আজই প্লে স্টোর থেকে দিদির দূত অ্যাপটি ডাউনলোড করুন।’

মিমি নুসরতের প্রচারের ছাপও স্পষ্টই বোঝা যাচ্ছে। মাত্র দুদিন হয়েছে লঞ্চ হয়েছে দিদির দূত অ্যাপ। এর মধ‍্যেই ২ লক্ষের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। মিমি নুসরতের প্রচারের দৌলতে ইতিমধ‍্যেই বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে দিদির দূত অ্যাপটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর