হলুদ শাড়িতে যেন অষ্টাদশী নুসরত, যশকে সঙ্গে নিয়ে সরস্বতী পুজোয় জমিয়ে করলেন পেটপুজো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সরস্বতী পুজো (saraswati pujo) মানেই বাঙালির ভ‍্যালেন্টাইনস ডে। নতুন থেকে পুরনো, সব জুটিরাই নতুন করে প্রেমের স্বাদ উপভোগ করেন এই দিনে। ব‍্যতিক্রম ছিলেন না যশ দাশগুপ্ত (yash dasgupta) ও নুসরত জাহানও (nusrat jahan)। নতুন নতুন প্রেমে পড়েছেন দুজনে। গুঞ্জন শোনা যাচ্ছে, গোপনে বিয়েও সেরে নিয়েছেন তাঁরা। তাই সরস্বতী পুজো যে এই জুটির জন‍্য বিশেষ গুরুত্ব রাখে তা বলা বাহুল‍্য।

প্রতি বছরের মতোই এবারেও টলিপাড়ায় আয়োজিত হয়েছে সরস্বতী পুজো। আগেভাগেই ‘সিনেমার সরস্বতী’ পুজোয় উপস্থিত থাকার জন‍্য সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন নুসরত। তিনিও সকাল সকাল সেজেগুজে হাজির হয়ে গিয়েছিলেন পুজোয়। সঙ্গী অবশ‍্যই যশ।


এদিন হলুদ শাড়ি ও স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন নুসরত। খোলা চুল, হালকা গয়নায় মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। পাশে বরাবরের মতোই আকাশী নীল শার্ট ও ডেনিমে ক‍্যাজুয়াল লুকে হ‍্যান্ডসাম যশ। ছবি ও ভিডিও শেয়ার করে অনুরাগীদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

সকলের সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছেন যশরত। ডায়েট ভুলে ভোগের খিচুড়িও খেয়েছেন পেট ভরে। তবে এবারে আর ছোট্ট ছেলে ঈশানকে সঙ্গে আনতে পারেননি নুসরত। এমন দিনে ছেলেকে ছাড়া মনটাও একটু খারাপ ছিল তাঁর। খুব ছোট হওয়ায় বাড়িতেই ঈশানকে রেখে এসেছিলেন তিনি। তবে নুসরত জানিয়েছেন, আগামী বছরে আরেকটু বড় হলে ছেলেকে সঙ্গে করে নিয়ে আসবেন তিনি।

https://www.instagram.com/p/CZmOLLUPcGP/?utm_medium=copy_link

যশ নুসরতের আসন্ন ছবি ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’র পরিচালক শিলাদিত‍্য মৌলিকের আয়োজনে এ বছরেও সরস্বতী পুজো হয়েছে টলিপাড়ায়। নিজের আগামী ছবির নায়ক নায়িকা যশ ও নুসরতকেই পরিচালক দায়িত্ব দিয়েছিলেন পুজোতে সকলকে আমন্ত্রণ জানানোর।

https://www.instagram.com/reel/CZmxf2yjFrx/?utm_medium=copy_link

সেই মতো সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নেটদুনিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানান অভিনেত্রী। ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে নয় নম্বর স্টুডিওতে আয়োজন করা হয়েছিল পুজোর। এ বারের পুজোয় ভোগের আয়োজনে ছিল খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি ও নলেন গুড়ের পায়েস। উল্লেখ‍্য, গত বছরেও ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন শিলাদিত‍্য মৌলিক।

X