বাংলা হান্ট ডেস্ক : ইজরায়েল-প্যালেস্টাইনের (Israel-Palastine) বিবাদ বহু পুরনো। গত শনিবার সন্ধ্যায় হামাস গোষ্ঠির আক্রমণের পর রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে ইজরাইল-প্যালেস্টাইন। এদিকে গত শনিবার ইজরায়েলে আটকে পড়েছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা (Nusrat Bharucha)। এরপর রবিবার ভারত সরকার উদ্যোগ নিয়ে তার দেশে ফেরার ব্যবস্থা করেছে। তার মধ্যেই গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নুসরত ভারুচার গান।
প্রসঙ্গত উল্লেখ্য, হাইফা চলচ্চিত্র উৎসবে নুসরত ভারুচার আগামী ছবি ‘অকেলি’-র প্রোমশনের জন্য ইজরায়েল গেছিলেন অভিনেত্রী। এরপর হঠাৎ করেই অভিনেত্রীর সঙ্গে তার টিমের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই প্রবল উৎকণ্ঠায় ছিল অভিনেত্রীর পরিবার থেকে শুরু করে গোটা টিম। যদিও তারপর ভারত সরকারের তৎপরতায় ফিরিয়ে আনা হয় তাকে।
সম্প্রতি সেই উৎসবের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন অভিনীত ‘ইয়ারানা’ ছবির জনপ্রিয় ‘তেরে জ্যায়সা ইয়ার কঁহা’ গানটি গাইছেন নুসরত। অন্যদিকে অভিনেত্রীর সঙ্গে গলা মিলিয়েছেন আরও দুই তিনজন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতে খুব বেশী সময় নেয়নি।
আরও পড়ুন : বাপ্পি লাহিড়ীর নাতিকে নিয়ে বড় ঘোষণা রাখীর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়
নুসরতের এই ভিডিওটি দেখে নেটিজনদের একটাই মত, জীবন যে কখন কোন মোড়ে এসে বাঁক নেবে তা বলা মুশকিল। একটু আগেই যে শহরটা আনন্দে, নাচগানে মেতে উঠেছিল, পরক্ষণেই তা শ্মশানে পরিনত হয়ে গেল। এক লহমায় অনিশ্চিত হয়ে গেল দুটো দেশের ভবিষ্যৎ। এক নেটিজন লিখেছেন, ‘‘এত ভাল গান গাওয়ার সময়েও নুসরত হয়তো কল্পনাও করতে পারেননি তাঁর সামনে কী কঠিন সময় আসতে চলেছে।’’
আরও পড়ুন : ছিঃ ছিঃ কী লজ্জা! বিয়ের আগেই সহবাস দেখিয়ে দর্শকদের রোষানলে স্টার জলসার এই সিরিয়াল
Akelli premieres in Israel with @Nushrratt and @TsahiHalevi @IsraelinIndia @indemtel pic.twitter.com/665hY4Zg9P
— Anat Bernstein-Reich🇮🇱🇮🇳🇱🇰 (@BernsteinReich) October 4, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার রাতে দক্ষিণ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় ৫২০০ রকেটের মাধ্যমে বিরাট হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই শনিবার দুপুর নাগাদ যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা করে ইজরায়েল সরকার। ইসলামিক জঙ্গিগোষ্ঠীর নৃশংস অত্যাচারের উপযুক্ত জবাব দেয় ইজরায়েলি সেনা। বিমানবাহিনীও অবতীর্ণ হয় সেখানে। গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই দুই দেশের দিকে।