পিছু ছাড়ছে না বিপদ, জামিন না পেয়ে জেলবন্দি নুসরত! কেন গ্রেফতার হলেন অভিনেত্রী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিপদ যেন পিছুই ছাড়ছে না অভিনেত্রী নুসরত ফারিয়ার (Nusrat Faria)। খুনের চেষ্টার মামলায় রবিবার গ্রেফতার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। সোমবারও জামিন পেলেন না তিনি। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জামিন না পেয়ে আপাতত জেলে ঠাঁই হয়েছে অভিনেত্রীর (Nusrat Faria)। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ খবর সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২২ মে।

সোমবারেও জামিন পেলেন না নুসরত ফারিয়া (Nusrat Faria)

সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে হাজির করে নুসরতকে। কিন্তু জামিন তিনি পাননি এদিন। এই মামলায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নুসরত ফারিয়ার (Nusrat Faria) নামে মামলা ছিল বলেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তবে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

Nusrat faria didn't get bail on Monday

কী অভিযোগ নুসরতের বিরুদ্ধে: অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংষ্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মতে, নুসরত ফারিয়ার (Nusrat Faria) গ্রেফতারি বিব্রতকর। জুলাইয়ের হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। উল্লেখ্য, ANI সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নুসরতের (Nusrat Faria) মামলাটি গত বছরের জুলাই মাসের বাংলাদেশ গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত। সে সময় অভিনেত্রীর বিরুদ্ধে উস্কানি এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়। ভাটারা থানায় মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

আরো পড়ুন : ‘মহালয়ায় শুরু দশমীতে শেষ’, দুগ্গামণি ও বাঘমামা শেষের খবরে ট্রোলের ঝড় নেটপাড়ায়

রবিবার গ্রেপ্তার হন অভিনেত্রী: রবিবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় নুসরত ফারিয়াকে (Nusrat Faria)। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে আটক করা হয় অভিনেত্রীকে। সূত্রের খবর, নুসরত নাকি থাইল্যান্ডের উদ্দেশে পাড়ি দিচ্ছিলেন যখন তিনি আটক হন।

আরো পড়ুন : জ্যোতি মালহোত্রা কাণ্ডে এবার কলকাতা যোগ! পুলিশের নজরে এই ‘সন্দেহজনক’ বাঙালি ইউটিউবার

বিমানবন্দর থেকে প্রথমে নুসরতকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অফিসে। এই ঘটনায় নুসরত ফারিয়ার ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও কাজ করেছেন তিনি। তাই বিতর্কের আঁচ লেগেছে টলিউডেও।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X