ধারেকাছেও আসবে না ‘উ আন্টাভা’, নুসরতের ‘সুড়ঙ্গ’ দেখে ভুলে যাবেন সামান্থাকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusrat Faria) ফের চর্চায়। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘সুড়ঙ্গ’। বাংলাদেশি নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগেই এই ছবির নতুন গান প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই যত শোরগোল।

‘কলিজার জান’ নামে একটি আইটেম গানে নাচতে দেখা গিয়েছে নুসরত এবং আফরান নিশোকে। ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে গানটি নিয়ে নানান মন্তব্য ভেসে এসেছে দর্শকদের তরফে। অনেকেই গানটির সঙ্গে ‘পুষ্পা ২’ এর ব্যাপক জনপ্রিয় ‘উ আনটাভা’র মিল খুঁজে পেয়েছেন। এমনকি সামান্থা রুথ প্রভুর ডান্স মুভসের সঙ্গেও তুলনা টানা হয়েছে নুসরতের।

nusrat

তবে এতে সুড়ঙ্গ ছবিটি দেখার উন্মাদনাই আরো বেড়ে গিয়েছে দর্শক মহলে। কলিজার জান আইটেম গানটি ঝড় তুলে দিয়েছে ওপার বাংলার বিনোদন জগতে। তবে নুসরত বলেন, এই গানটিতে অভিনয় করা নিয়ে প্রথম থেকেই দোলাচলে ছিলেন তিনি। প্রস্তাব পাওয়ার পরেও দু সপ্তাহ ভেবে তারপর হ্যাঁ বলেছিলেন নুসরত।

তবে এ বিষয়ে সাফাই দিয়ে অভিনেত্রী বলেন, তিনি ভাল কাজের সঙ্গে কোনো আপোস করতে চাননি। তাই সিদ্ধান্ত নিতে একটু সময় চেয়ে নিয়েছিলেন। উল্লেখ্য, বেশ বড়সড় বাজেট নিয়েই তৈরি হয়েছে কলিজার জান যা ঢাকায় বেশ নতুন। মুম্বই থেকে কোরিওগ্রাফার নিয়ে এসে করানো হয়েছে শুটিং।

তবে শুধু এই গানটিতেই মাত্র কয়েক মিনিটের জন্য দেখা যাবে নুসরত নিশো জুটি। সুড়ঙ্গ ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশো। চমকে ঠাসা ছবিটি মুক্তির কথা রয়েছে ইদ উল ফিতরের সময়ে। ততদিন অপেক্ষা করতেই হবে দর্শকদের।

অন্যদিকে টলিউডেও সম্প্রতি আবার বিবাহ অভিযান ছবিতে দেখা গিয়েছে নুসরত ফারিয়াকে। সৌমিক হালদারের পরিচালনায় এই ছবিতে দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, রুদ্রনীল ঘোষ এবং সোহিনী সরকারকে। এছাড়াও এবারে ছবিতে ছিলেন সৌরভ দাস।

সম্পর্কিত খবর

X