রমজান মাসে নষ্টামি, উন্মুক্ত থাইয়ের ফাঁক দিয়ে কী দেখালেন নুসরত!

বাংলাহান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। আর এই রোজার মাসেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusrat Faria)। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটনাগরিকরা।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামীতে অবশ্য ছবি নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে নুসরতকে। মিউজিক ভিডিওর নাম ‘বুঝি না তো তাই’। সেই মিউজিক ভিডিওরই প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

nusrat faria

একের পর এক স্বল্প পোশাকে দেখা গিয়েছে নুসরতকে। সমুদ্র সৈকতে স্নান পোশাকে সেক্সি আন্দাজে ধরা দিয়েছেন তিনি। বিশেষ করে নজর কেড়েছে তাঁর উন্মুক্ত উরুতে স্পষ্ট ট্যাটু। ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি কিন্তু আমার অ্যাটিটিউড হল ৬ ফুট ১ ইঞ্চি’।

কমেন্ট বক্সে বিচিত্র মন্তব্য করেছেন নেটিজেনরা। কারোর দাবি, নিজের উচ্চতা নিয়ে মিথ্যে কথা বলেছেন নুসরত। আবার কেউ কেউ পবিত্র রমজান মাসে এ ধরণের ছবি শেয়ার করায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রীর উপরে। একজন লিখেছেন, রোজার মাসে এমন ছবি শেয়ার না করলে হত না? আবার কেউ কটাক্ষ করেছেন, পবিত্র রমজান মাসেও নষ্টামি করতে হবে! ইদের পরে এসব পোস্ট করবেন।

nusrat faria 2

কিছুদিন আগেই বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছিলেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করেছিলেন নুসরত। সেখানে লেখা ছিল, ‘৩ বছর আগে এই দিনেই আমরা আমাদের বাগদানের খবর ঘোষণা করেছিলাম। অনেক বাধা এবং চিন্তা ভাবনার পর আমি এবং রণি সিদ্ধান্ত নিয়েছি যে ৯ বছর সম্পর্কে থাকার পর আমাদের পথ আলাদা করে নেব। আমরা ভাগ্যবান যে এত ভাল একটা বন্ধুত্ব আর বোঝাপড়া রয়েছে আমাদের মধ্যে যা চিরদিন আমাদের জীবনের অংশ হয়ে থাকবে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর