‘যা ইচ্ছা তাই করবো! ধর্মের নামে এই ভেদাভেদ কেন?’ : কট্টরপন্থীদের কড়া জবাব দিলেন নুসরাত

বাংলা হান্ট ডেস্ক: কট্টরপন্থীদের ফতোয়ার কড়া জবাব দিলেন বসিরহাটের সাংসদ নুসরত। স্পষ্ট বুঝিয়ে দিলেন সকল ধর্মকে শ্রদ্ধা করেন তিনি। আর কী পরবেন, কী বলবেন, সেটা নিতান্তই তার ব্যক্তিগত বিষয়।

1ebd5 images 1 8

২৫ জুন লোকসভায় সাংসদ হিসেবে শপথগ্রহণ করেন নববিবাহিত নুসরত জাহান। এরপর থেকেই তাকে ঝরাতে হয়েছে বিভিন্ন বিতর্কে। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর শাঁখা পলা সিঁদুর করেই তিনি শপথ গ্রহণ করতে চান সংসদে। এই ঘটনার জেরে উত্তরপ্রদেশের জামিয়া-শেইখ-উল-হিন্দ মাদ্রাসার প্রধান ইমাম মুফতি আসাদ কাজমি কুৎসা করেন নুসরাতের নামে, উনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে নুসরাতের অন্য ধর্মের কাউকে বিয়ে করা এবং শাখা পলা পড়ে সংসদের শপথ গ্রহণ করতে আসা একেবারেই নক্কারজনক এবং ইসলাম বিরোধী।

ইমামের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত বলেন,”আমরা নতুন, প্রগতিশীল ভারতে বাস করি, যেখানে সব ধর্ম ও সংস্কারকে শ্রদ্ধা করা হয়। ঈশ্বরের নামে ভেদাভেদ কেন? হ্যাঁ, আমি একজন মুসলিম। আমি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক। আমার ধর্ম আমাকে মানুষের মধ্যে ভেদাভেদ করতে শেখায় না।”

তিনি আরও বলেন, “এটা আমার ইচ্ছা। বাংলায় কথা বলব, সিঁদুর পরব। মন যা বলে তাই করব। ধর্মের নামে কে কী বলল তাতে আমার যায় আসে না। এটা আমার জীবন। আমি ঠিক করব কী করব না করব। আমি যথেষ্ট শিক্ষিত। একজন আধুনিক ভারতীয় নারীর হিসেবে নিজের জীবন চালাব।”

সম্পর্কিত খবর