মমতা ব্যানার্জীর রান্না নিয়ে কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়র, রেগে উঠলেন নুসরত জাহান

বাংলাহান্ট ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বোলপুর সফরের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) গিয়েছিলেন বোলপুরে সভা করতে। সেখানে গিয়ে ‘দাদাবৌদি’র দোকানে ঢুকেই হাতে তুলে নিয়েছিলেন খুন্তি। কড়াইয়ে থাকা সবজি নিজের হাতেই নেড়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির এই ছবি প্রকাশ্যে আসতেই বিদ্রুপাত্মক ট্যুইট করেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এদিন তাঁর সেই ট্যুইটের পাল্টা দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।

একুশের নির্বাচনে নিজের গদি বজায় রাখতে অমিত শাহের পরই পাল্টা সভা করতে বোলপুর গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। সেখানে বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামের শেষ প্রান্তে নিজের হেলিপ্যাড থেকে নেমে গ্রামের মানুষদের সমস্যার কথা শুনতে শুনতে তিনি যাচ্ছিলেন। সেখানেই বাবু-মেনকার অর্থাৎ ‘দাদাবৌদি’র দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেই সময় দোকানে একটি পাঁচমিশালি তরকারি রান্না হচ্ছিল। হঠাতই সেখানে থাকা খুন্তি হাতে তুলে নিয়ে তরকারি নাড়তে থাকেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর তরকারি রান্নার ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সেই ছবি দেখেই ব্যাঙ্গার্থে এক ট্যুইট করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কটাক্ষ করে ট্যুইটে লেখেন, ‘৫ মাস পর দিদিকে যে কাজ করতে হবে, তা দিদি এখন থেকেই চালু করে দিয়েছেন’।

কৈলাস বিজয়বর্গীয়র এই কথার পাল্টা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ করে পাল্টা ট্যুইটে তিনি লেখেন, ‘কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য প্রকৃতপক্ষে নারীবিদ্বেষী মনোভাবের প্রকাশ। বিজেপি নিজেদের সীমা অতিক্রম করে ফেলছে। যেসকল মহিলারা তাদের পরিবারের ভরণ-পোষণ করেন,রান্না করেন- তারা সকলেই এই মন্তব্যের কারণে অপমানিত হয়েছেন। বর্তমান সময়ে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। আর তাকেই বিজেপির পক্ষ থেকে এই অপমান অত্যন্ত  লজ্জাজনক’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর