আরজি কর নিয়ে মন্তব্য করে ফেঁসে গেলেন নুসরত! ক্ষেপে গেলো আমজনতা

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (R G Kar) তরুণীকে ধর্ষণ করে হত্যার নারকীয় ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে  গোটা বাংলা। প্রতিক্রিয়া আসছে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু রাজ্যের এমন অশান্ত পরিস্তিতিতেও এতদিন মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন বাংলার তারকা সংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আরজিকরের এই নক্কারজনক ঘটনার  প্রতিবাদে গতকাল রাতেই রাত দখলে নেমেছিলেন গোটা রাজ্যের মেয়েরা।

আরজিকর কাণ্ডে প্রতিক্রিয়া দিয়ে চরম ট্রোলড নুসরত জাহান (Nusrat Jahan)

রাতের অন্ধকারে তিলোত্তমার বুকে ঘটে যাওয়া নৃশংস হত্যার ঘটনা ভীতটাই  নড়বড়ে করে  দিয়েছে রাজ্যের নারী সুরক্ষার। তাই গতকাল রাতেই এগারো দফা দাবি নিয়ে রাস্তায় রাস্তায় রাত দখলে নেমে বিচারের দাবি তুলেছিলেন শহরবাসী। কিন্তু এত বড় ঘটনার পরেও এতদিন মুখ দিয়ে একটাও শব্দ খরচ করেননি অভিনেত্রী তথা প্রাক্তন  সাংসদ নুসরত (Nusrat Jahan)।

   

এতদিন সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি পোস্ট করলেও সেখানে আর জি কর নিয়ে কোনো  মন্তব্য খুঁজে পাওয়া যায়নি নুসরতের (Nusrat Jahan)। তাই  কমেন্টস সেকশনে  এসে একাধিকবার তাঁর প্রতিক্রিয়া  চেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেট পাড়ার বাসিন্দাদের একাংশ। তবে অবশেষে নীরবতা ভাঙলেন নুসরত। ১৪ই আগস্ট এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার একটি লম্বা পোস্ট করলেন অভিনেত্রী।

সেখানে তিনি লিখেছেন, ‘আরজি করের এই ঘটনা অনেক অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। সত্যি কি মহিলারা সুরক্ষিত? রাত পর্যন্ত কাজ করার অর্থ বিপদ ডেকে আনা? আমরা কি সত্যি স্বাধীন? আমরা ৭৮ তম স্বাধীনতা দিবসে পা রাখতে চলেছি। যন্ত্রণাদায়ক, তবে এটাই সত্যি কলকাতা আর সিটি অব জয় রইল না। একজন কর্মনিষ্ঠ ডাক্তার রাতে নিজের কর্তব্য পালন করছিলেন, তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।’

আরও পড়ুন :  ‘রাত দখল’ আন্দোলন বদনাম করতেই কি আরজি করে গুন্ডাদের তান্ডব? আসল কারণ অবাক করবে!

সেইসাথে অভিনেত্রীর সংযোজন, ‘এই মর্মান্তিক ঘটনা চোখে আঙুল  দিয়ে দেখিয়ে দেয় শহরের নিরাপত্তা হারাচ্ছে। এটা আমাদের ভাবনার অতীত, এই খবরে তাঁর পরিবারের অবস্থা কি ছিল? ন্যায় বিচারের এই লড়াইতে আমি আছি। কর্তৃপক্ষ, ক্ষমতাবানদের কাছে আমার অনুরোধ দ্রুত পদক্ষেপ করা হোক। আমি এমন নিষ্ঠুর কাজের তীব্র নিন্দা জানাই। প্রত্যেকের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার সময় এসেছে।’

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

নুসরতের এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় রে রে  করে উঠেছেন আমজনতা। আরজিকরের  তরুণীর নৃশংস হত্যার পর নুসরতের প্রতিক্রিয়া দিতে সময় লেগে গেল পাঁচ দিন। তাই এতদিন পর নারী সুরক্ষা আর আরজিকরের তরুণীর মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উল্টে নিজেই ট্রোলড হলেন অভিনেত্রী। তাই  নুসরাতের পোষ্টের বহর দেখে কেউ লিখলেন, ‘এর জন্যই তো বিচার আটকে ছিল’।  আবার কারও কটাক্ষ, ‘ম্যাম আপনি খুব তাড়াতাড়ি মন্তব্য করেছেন, দারুণ।’ তো প্রশ্ন করেছেন, ‘আপনার এতক্ষণে ঘুম ভাঙল?’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর