বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার পর সর্বাগ্রে অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। তবে শুধু অভিনেত্রী বললে তো তাঁর পুরো পরিচয় দেওয়া হয় না। তিনি বসিরহাটের তৃণমূল সাংসদও বটে। কিন্তু গত ছম মাসে নিজের নির্বাচনী কেন্দ্রে তাঁর টিকিটিও দেখা যায়নি। মা হওয়ার পরে অবশ্য নুসরত জানিয়েছিলেন শীঘ্রই বসিরহাটের মানুষের কাছে যাবেন তিনি।
কথা রেখেছেন নুসরত। শনিবার দূপুরে বসিরহাটে এসে পৌঁছান তিনি। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের আবেদনে দলের কর্মীসভায় যোগ দেন তিনি। সারেন বৈঠক। পাশাপাশি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সভাপতিও নির্বাচিত করা হয় তাঁকে।
এতদিন এমুখো না হওয়াতে স্বাভাবিক ভাবেই বহু অভিযোগ জমেছিল নুসরতের নামে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিরোধী দলও কটাক্ষ শানাতে ছাড়েনি সাংসদ অভিনেত্রীকে।
এদিন নুসরত সাফাই দেন, করোনার সময় নিজের সংসদীয় কেন্দ্রের মানুষের পাশে ছিলেন তিনি। তাঁর আসা বা না আসাটা বড় কথা নয়। কাজ হচ্ছে কিনা সেটাই আসল ব্যাপার। নুসরতের বক্তব্য, তিনি কী কাজ করছেন না করছেন সেটা সংবাদ মাধ্যমকে দেখানো জরুরি। কারণ মানুষের জানা উচিত যে তিনি কাজ করছেন।
নুসরত বলেন, মা হওয়ার পর পুরোপুরি বিশ্রামও পাননি তিনি। তার আগেই মানুষের টানে ছুটে এসেছেন। ছেলের প্রসঙ্গ তুলে নুসরত বলেন, “আমার পরিবার বিশাল বড়, শুধু ঈশানকে দেখলে তো হবে না। এখানে এতদিন যে আমার মানুষদের কাছে পৌঁছতে পারিনি, পরিবারের যেমন অভিযোগ থাকে, তাঁদেরও নিশ্চয়ই অভিযোগ থাকবে। একইভাবে ঈশানের অভিযোগ থাকবে, ওর মাকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন।”
নুসরত আরো বলেন, এতদিন অসুস্থ থাকায় দলীয় কাজকর্মে অংশ নিতে পারেননি। কিন্তু এখন ফের নিজের রাজনৈতিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের দিকেও লক্ষ্য থাকবে তাঁদের।