মনেপ্রাণে নারীত্বের উদযাপন, দুই রূপান্তরকামীকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন নুসরতের

বাংলাহান্ট ডেস্ক: গোটা বিশ্ব আজ মেতেছে নারীত্বের উদযাপনে। একটা দিনের জন‍্যই চরিত্র নিয়ে কটাক্ষ, পোশাক নিয়ে নিন্দা ভুলে সকলের মুখেই নারীর স্তুতি। আজ যে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। মহিলাদের ক্ষমতায়ন, লিঙ্গ নিরপেক্ষতা প্রচার করার বিশেষ দিন। আর নারী ক্ষমতায়নের প্রসঙ্গ উঠলে নুসরত জাহানের (Nusrat Jahan) কথা তো উঠবেই।

টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে বছরভর বিতর্ক লেগেই রয়েছে। ব‍্যক্তিগত জীবন বারংবার লাইমলাইটে উঠে আসে তাঁর। জোটে সমালোচনা। নুসরতও উদযাপন করেছেন আন্তর্জাতিক নারী দিবস। তবে একটু অন‍্য ভাবে। যারা পুরুষ শরীর নিয়ে জন্মালেও মনেপ্রাণে নারী, সেই বিশেষ মানুষদের কথা আজ উঠে এল নুসরতের মুখে।

IMG 20220308 194300
দুই রূপান্তরকামীকে সঙ্গে নিয়ে এদিন সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিলেন অভিনেত্রী। লাল শাড়ি, বেইজ রঙের ব্লাউজে ছিমছাম ভাবে এদিন সেজে উঠেছিলেন নুসরত। তাঁর বক্তব‍্য, ৮ মার্চ দিনটা তো শুধুই মহিলাদের জন‍্য নয়। যারা অন্তরেও নারী, এই দিনটা সেই মানুষগুলোর জন‍্যও।

নুসরতের কথায়, একজন নারী যেভাবেই নিজেকে উপস্থাপন করুন না কেন, তিনি নারীই। এবার অন্তত লিঙ্গ বৈষম‍্য দূর হোক, নারী ক্ষমতায়নে জোর দেওয়া হোক। আন্তরিক ভাবে যারাই নারী, সকলের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত।

https://www.instagram.com/tv/Ca1bPOQABjl/?utm_medium=copy_link

অভিনেত্রী আপাতত ব‍্যস্ত তাঁর আসন্ন দু দুটি ছবির শুটিং নিয়ে। শেষবার ‘স্বস্তিক সংকেত’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আগামীতে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ ছবিতে দেখা যাবে নুসরতকে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী।

আবার যশ দাশগুপ্তের সঙ্গে নতুন ছবির ঘোষনাও করে দিয়েছেন নুসরত। প্রযোজক এনা সাহার সঙ্গেই নতুন ছবির কাজ শুরু করেছেন নুসরত যশ‍। ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। তপন সিংহের ছবি ‘আতঙ্ক’ এর জনপ্রিয় সংলাপ ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’কেই নতুন ছবির নাম হিসেবে ব‍্যবহার করছেন পরিচালক শিলাদিত‍্য মৌলিক।

Niranjana Nag

সম্পর্কিত খবর