মাধুরীর সুপারহিট হিন্দি গানের তালে কোমর দোলালেন নুসরত, নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ‘সাজন সাজন তেরি দুলহন’ গানে তুখোড় নেচে (dance) অনুরাগীদের মন ভোলালেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। মাধুরী দীক্ষিতের (madhuri dixit) এই সুপারহিট গানের (hindi song) তালে এবার কোমর দোলাতে দেখা গেল নুসরতকে। মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সাজন’ ছবির এই গান এখনও পর্যন্ত একই রকম জনপ্রিয় রয়েছে।
বেগুনী লং স্কার্ট ও কালো টপ, এই পোশাকেই নাচের ইন্স্ট্রাকটরের সঙ্গে নাচতে দেখা গেল নুসরতকে। গানের তালে তালে অত‍্যন্ত সাবলীল ভঙ্গিমায় নাচলেন তিনি। অবশ‍্য অভিনেত্রীর নাচ নিয়ে নতুন করে কিছুই বলার প্রয়োজন পড়ে না। তিনি যে নাচে বেশ দক্ষ তা সকলেই জানেন।

বিশেষত টিকটকে নুসরতের জনপ্রিয়তা দেখার মতো ছিল। প্রায়ই হিন্দি, ইংরেজি নানান গানে নাচের ভিডিও করতেন তিনি। ভাইরাল হওয়ার পাশাপাশি অবশ‍্য সেই সব ভিডিওর জন‍্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে নুসরতকে। কিন্তু কখনওই কোনও ট্রোলকে পাত্তা দেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/CDy6wU9HIQ-/?igshid=1nfa5nat4emqx

সম্প্রতি বাড়িতে জন্মাষ্টমী পালনের ছবি ভিডিও শেয়ার করেছিলেন নুসরত। স্বামী নিখিল জৈনের সঙ্গে বাড়িতেই ঘরোয়া ভাবে জন্মাষ্টমীর আয়োজন করেন নুসরত। সেই উপলক্ষে হলুদ শাড়ি, গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে হালকা মেক আপ ও কপালে ছোট্ট টিপ। বেশ কিছু ফটোশুট করেন তিনি এই সাজে। সেই সঙ্গে একটি রিল ভিডিও করেছেন নুসরত।

https://www.instagram.com/p/CDxquzAHftj/

পাশাপাশি নিখিলের সঙ্গেও সেলফি তুলতে দেখা গিয়েছে নুসরতকে। সেই সব সেলফি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নিখিল। এই সব ছবি, ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। অনুরাগীরাও নিখিল নুসরতের ছবিতে ভরিয়ে দিচ্ছেন প্রশংসায়।

সম্পর্কিত খবর

X