‘ঝুলে গিয়েছে’, নুসরতের ছবিতে অশ্লীল কমেন্টের ঝড়, নেটিজেনরা বললেন, ‘কতগুলো সন্দীপ ঘোষ…’

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ট্রোল থেকে সহজে রেহাই পান না নুসরত জাহান (Nusrat Jahan)। বিভিন্ন সময়ে নেটিজেনদের কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনিতে এখন সিনেমায় তেমন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় আগের মতোই সক্রিয় থাকেন তিনি। কিন্তু এইসব ছবির জন্যই নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয় নুসরতকে (Nusrat Jahan)। কখনো কখনো তা রীতিমতো মাত্রা ছাড়িয়ে যায়। এবারেও ঘটল তেমনটাই।

ছবি শেয়ার করে ট্রোলড নুসরত (Nusrat Jahan)

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরত (Nusrat Jahan)। হালকা ল্যাভেন্ডার রঙের অফ শোল্ডার পোশাকে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নুসরতের (Nusrat Jahan) এই ছবি নিয়েই শুরু হল কুৎসিত ট্রোলিং। মহিলাদের থেকেই কুরুচিকর আক্রমণের সম্মুখীন হলেন নুসরত (Nusrat Jahan)।

আরো পড়ুন : ‘ও আমার পুরো পৃথিবী ছিল’, ভোলেননি প্রথম প্রেম ভাঙার দুঃখ, তাই কি বাংলা ছাড়লেন নায়িকা?

এল কুরুচিকর কটাক্ষ

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বডি শেমিং এর শিকার আগেও বহুবার হয়েছেন নুসরত (Nusrat Jahan)। তাঁর পোশাক আশাক নিয়ে কটুক্তিতে ভরিয়েছেন নেটিজেনদের একাংশ। এমনিতেই ঈশানের জন্মের পর থেকে নুসরত (Nusrat Jahan) নাকি একটু বেশিই রোগা হয়ে গিয়েছেন বলে মত অনেকের। ফিটনেস মেনটেন করতে গিয়ে শরীরের উপরে তিনি অত্যাচার করছেন বলেও মন্তব্য করেছেন অনেকে। কিন্তু নুসরতের (Nusrat Jahan) সাম্প্রতিক ছবিতে যে হাতে নোংরা মন্তব্য করা হয়েছে, তাঁর শরীর নিয়ে অশ্লীল ইঙ্গিত করা হয়েছে তা রীতিমতো আশ্চর্যজনক।

আরো পড়ুন : সবসময় মেয়েকে ট্যাঁকে গুঁজে ঘোরেন কেন? প্রশ্ন শুনেই ঝাঁঝিয়ে উঠলেন ঐশ্বর্য!

পাশেও দাঁড়ালেন অনেকে

তবে সকলেই যে নুসরতকে (Nusrat Jahan) কটাক্ষ করেছেন এমনটা নয়। অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে পালটা তোপ দেগেছেন নিন্দুকদের উদ্দেশে। একজন লিখেছেন, ‘কমেন্ট বক্সে না এলে জানতেই পারতাম না কতগুলো সন্দীপ ঘোষ বসে রয়েছে’। আরেকজন লিখেছেন, ‘এই কমেন্ট সেকশনের অধিকাংশই আবার বিচার দাবি করতে নেমেছিল। এই নোংরা সমাজকে ধিক্কার জানাই’।

Nusrat Jahan

প্রসঙ্গত, নুসরত জাহানকে শেষ বার দেখা গিয়েছে ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। নিজেদের প্রযোজনা সংস্থার প্রথম ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল নুসরত এবং যশকে। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। আগামীতে কোনো ছবির ঘোষণা এখনো পর্যন্ত করেননি নুসরত যশ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর