সুস্থ হয়েই স্বমহিমায় নুসরত, শাড়ি ও ওয়েস্টার্ন পোশাকে আগুন ছড়াচ্ছেন সাংসদ

বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনামে কীভাবে থাকতে হয় তা খুব ভালভাবেই জানেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। একবছরে তাঁর জীবনে যেমন একের পর এক পরিবর্তন এসেছে তেমনই সেই সব পরিবর্তনের মধ্যেও নিজেকে মানিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের জীবন। বসিরহাট থেকে নির্বাচনে জেতার পর পরেই বিয়ের পিঁড়িতে বসেন নুসরত। রাজকীয় বিয়ে সেরে ফিরেই হাজিরা দেন সংসদে। তার মধ্যেই পুজোয়ও নতুন চমক দিতে ভোলেননি দেশবাসীকে। অষ্টমার অঞ্জলি থেকে শুরু করে দশমীর সিঁদুরখেলা সবেতেই অংশগ্রহণ করেছেন অভিনেত্রী। অবশ্য এর জন্য কম সমালোচনা শুনতে হয়নি তাঁকে। তবে সব কটাক্ষকেই বুড়ো আঙুল দেখিয়ে মাথা উঁচু করে থেকেছেন নুসরত।

তাঁর সাম্প্রতিক জীবন থেকে এটা স্পষ্ট যে, চমক দিতে ভালবাসেন নুসরত জাহান। কিছুদিন আগেই জানা গিয়েছিল হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। শ্বাসপ্রশ্বাসের সমস্যার জন্য দুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে ছাড়া পেয়েই একটি ভি়ডিয়োবার্তায় তিনি জানান, খুব তাড়াতাড়িই কাজে ফিরছেন সাংসদ। কথা রেখেছেন তিনি। সম্প্রতি শাড়ি পরিহিত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন নুসরত। কালো ও সোনালি রঙের শাড়ি, কুন্দনের গয়না ও হালকা মেকআপে মোহময়ী দেখাচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/B5HYO-xnMEg/?utm_source=ig_web_copy_link

http://https://www.instagram.com/p/B5HYO-xnMEg/?utm_source=ig_web_copy_link

http://https://www.instagram.com/p/B5HYO-xnMEg/?utm_source=ig_web_copy_link

শুধু শাড়ি নয়, ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে হিরের গয়নাতে সেজেও ফটোশ্যুট করেন নুসরত। মেকআপ থেকে শুরু করে চুলের সাজ সবই তাঁর নিজের করা বলেও জানান তিনি। তবে শুধু সাজসজ্জা ও ফটোশ্যুটে সময় ন্ষ্ট করার পাত্রী নন তিনি। হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পরেই একগুচ্ছ কর্মসূচী নিয়ে বসিরহাটের বিভিন্ন এলাকায় ঘোরেন সাংসদ।

download 28

নুসরতের হাসপাতালে যাওয়া নিয়েও নানা মুনির নানা মত ছিল। শোনা যায় স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টি থেকে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাওয়ার ফলেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। কিন্তু অনেকেই বলতে থাকেন ড্রাগ ওভারডোজের কারণেই নুসরতের এই অসুস্থতা। তবে সাংসদের পরিবারের তরফে সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয় এই খবর।

http://https://www.instagram.com/p/B5HYO-xnMEg/?utm_source=ig_web_copy_link

Niranjana Nag

সম্পর্কিত খবর