বাড়িতে ১২ দিনের সদ‍্যোজাত ছেলে, মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে আসছেন নুসরত জাহান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য মা হয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। অভিনেত্রী থেকে রাজনৈতিক জগতে পদার্পণ। সাংসদের দায়িত্ব পালনের পর এবার ফের জীবনের এক নতুন ইনিংস শুরু করেছেন তিনি। শুরুতে শুরুতে সমস‍্যা একটু হচ্ছে ঠিকই কিন্তু হাসিমুখে মায়ের দায়িত্ব ঠিক পালন করছেন নুসরত। পাশাপাশি সদ‍্যোজাত ছেলেকে সামলে আবার কাজেও ফিরছেন তিনি!

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। শোনা যাচ্ছে বুধবার ৮ সেপ্টেম্বরই এক ইভেন্ট রয়েছে নুসরতের। এদিন বিকেল পাঁচটা নাগাদ ভবানীপুরে একটি সালোঁর উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থিকবেন তিনি। মা হওয়ার পর এটাই নুসরতের জনসমক্ষে আসা। গত ২৬ অগাস্ট মা হয়েছেন তিনি। ছেলে ঈশানের বয়স মোটে ১২ দিন। এত ছোট ছেলেকে রেখে কাজের জন‍্য বাইরে বেরোতে সাহস লাগে বইকি!


মা হওয়ার পর অবশ‍্য সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন নুসরত। লুক চেঞ্জ করে নতুন ‘মম্মি’ রূপূ নেটনাগরিকদের সামনে এসেছিলেন তিনি। নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘যাদের থেকে উপদেশ নাও না তাদের থেকে সমালোচনাও গ্রহণ কোরো না।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন ‘নিউ রোল’, ‘নিউ মম্মি লাইফ’, ‘নিউ লুক’। ফটোগ্রাফার হিসেবে ‘ড‍্যাডি’কে কৃতিত্ব দিয়েছেন নুসরত।


এখানেই চোখ আটকেছে নেটজনতার। কে এই ‘ড‍্যাডি’? তবে কি এভাবেই ঈশানের বাবার পরিচয় সামনে আনছেন নুসরত? নেটিজেনদের বক্তব‍্য, গত বছর থেকেই নুসরতের সঙ্গে সঙ্গে রয়েছেন যশ। পুরো গর্ভাবস্থার সময়টাতেই অভিনেত্রীকে কাছছাড়া করেননি তিনি। কাজেই এই ফটোগ্রাফার যশ না হয়ে যায় না।

শুরু থেকেই নুসরতের ছায়াসঙ্গী হয়ে রয়েছেন যশ। হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সদ‍্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা সবটাই একা হাতে করেছেন অভিনেতা। এমতাবস্থায় অনেকেই ধরে নিয়েছেন যশই ঈশানের বাবা। এমনিতেই ‘Y’ দিয়ে ছেলের নাম ইশান রেখেছেন নুসরত‍। আবার যশের নামের ইংরেজি উচ্চারণ অনুসারে আদ‍্যক্ষরও ‘Y’। তা থেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।

X