বাংলাহান্ট ডেস্ক: ‘ইন্টারন্যাশনাল লেভেলের লুকস থাকতে হবে কিন্তু হতে হবে বাঙালি’, প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীর (mimi chakraborty) জন্য এমনি পাত্র খুঁজছেন নুসরত জাহান (nusrat jahan)। নিজে দু বছর আগেই সেরে ফেলেছেন বিয়ের (marriage) পর্ব। এবার ‘বোনু’কেও চটজলদি নিয়ে আসতে চান ছাদনাতলায়। তাই পাত্র খোঁজার ভারটা নিজের কাঁধেই তুলে নিয়েছেন নুসরত।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (didi no 1) এর মঞ্চে এসে মিমির জন্য পাত্রের সন্ধান শুরু করলেন নুসরত। আজ, শুক্রবার দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন চার চারজন সেলিব্রিটি দিদি। টলিউডের প্রথম সারির চার অভিনেত্রী নুসরত জাহান, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী ও পায়েল সরকার।
রচনা ব্যানার্জির সঙ্গে একটা দিন দেদার মজা, আনন্দে কাটালেন চার দিদি। দিদি নাম্বার ওয়ানের এই বিশেষ এপিসোডে চড়ুইভাতিতে মেতে উঠতে দেখা যাবে সকলকে। আয়োজন রয়েছে ছোট্ট একটি নাগরদোলারও। নাগরদোলায় চড়ে যেন ছোটবেলায় ফিরে গেলেন নুসরত মিমিরা। পাশাপাশি প্রচুর উপহার তো রয়েছেই।
https://www.instagram.com/p/CKn1Civhsot/?igshid=opyvzahlbp48
https://www.instagram.com/p/CKn0jZwhqYw/?igshid=26iho8j1fj13
এদিন নীল সিক্যুইনের শাড়িতে দেখা গেল নুসরতকে। মিমি পরেছিলেন গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ। ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরেছিলেন তনুশ্রী। অপরদিকে হলুদ গাউনে দেখা গেল পায়েলকে। আগেই শুটিং হয়ে গিয়েছিল এই বিশেষ এপিসোডের। এদিনের কিছু ফটোশুট নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করেছিলেন নুসরত।
https://www.instagram.com/p/CKn0flIBOEl/?igshid=q30ge969n874
https://www.instagram.com/tv/CKmLvHlhQoC/?igshid=12lw6f4vh9nev
https://www.instagram.com/p/CKmJlMChikp/?igshid=szjir5o0mztu
অনীক ধরের গান ও কাঞ্চন মল্লিকের কৌতুকে মজায় মশকরায় একটা গোটা দিন কাটালেন মিমি নুসরতরা। কাঞ্চন মল্লিকের সঙ্গে মজার নাচ গানেও অংশ নিতে দেখা গেল চার অভিনেত্রীকে। সেই সব ছবি, ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেলে। শুক্রবার বিকেল ৫টায় জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।