বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের পালা গোনার দিন শুরু হয়ে যাবেঃ নুসরত জাহান

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম গোষ্ঠীর আলোচনা চক্রে বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল অভিযোগ করে বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য কিছুই করেনি। তিনি বলেন, তৃণমূল সাংসদ নুসরত জাহানও আমার এই কথায় সহমত হবেন। যদিও নুসরত জাহান বলেন, না আমি এটা বিশ্বাস করিনা। নুসরত জাহান বলেন, এখন সংখ্যালঘুদের (মুসলিম) মনে একটাই আতঙ্ক কাজ করছে সেটা হল, তাঁরা এখন ভাবছে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তাঁদের পালা গোনার দিন শুরু হয়ে যাবে।

কলকাতায় ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম গোষ্ঠীর আলোচনা চক্রে বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল আর তৃণমূল সাংসদ নুসরত জাহানের মধ্যে নানান ইস্যু নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়। আলোচনা চক্রে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য কিছু করেন নি। উনি শুধু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন মাত্র।

নুসরত জাহান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের এই বয়ানের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমি ওনার কথায় সহমত নই। সংখ্যালঘুদের (মুসলিম) মনে এখন একটাই ভয়, সেটা হল তাঁরা ভাবছে যে বাংলা বিজেপির সরকার গঠন হলে তাঁদের উল্টো গণনা শুরু হয়ে যাবে।”

আলোচনাচক্রে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ‘জয় শ্রী রাম” ধ্বনি নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, জয় শ্রী রাম অথবা জয় সিয়ারাম সমৃদ্ধির প্রতীক। জয় শ্রী রাম কোনও রাজনৈতিক স্লোগান নয়। ‘জয় শ্রী রাম” ‘জয় সিয়া রাম” ‘রাম রাম” ধ্বনির মতই এগুলো সমৃদ্ধির প্রতীক। উনি এও বলেন যে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হয়ে থাকেন, তাহলে ওনার জয় শ্রী রাম বলাতে এত সমস্যা কেন?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর