দু’দিনে চীন হটালো ২০০ ট্যাংক, দ্রুত গতিতে খালি হচ্ছে প্যাঙ্গং ঝিল এলাকা

বাংলা হান্ট ডেস্কঃ লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় প্রায় ৯ মাস ধরে ভারত আর চীনের চলা উত্তেজনা এখন কম হচ্ছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর চীন দুই দিনে ২০০-র বেশি ট্যাংক সরিয়ে ফেলেছে। শোনা যাচ্ছে যে, আগামী ১৫ দিনের মধ্যে চীন প্যাঙ্গং এলাকা সম্পূর্ণ খালি করে দেবে। এরপর ভারত সরকার চীনকে অন্য এলাকা খালি করার জন্য জোর দেবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, চীনের সেনা ফিঙ্গার ৮ থেকে পিছু হটার জন্য প্রস্তুত হয়েছে। কর্মকর্তারা এখন বলছেন যে প্রাথমিকভাবে ভারত ও চীনা সেনাবাহিনী আগামী দুই সপ্তাহের মধ্যে প্যাঙ্গং লেক এলাকা সম্পূর্ণ খালি করে দেবে।

একবার এই প্রক্রিয়া শেষ হলে ৪৮ ঘণ্টার মধ্যে একটি কম্যান্ডার স্তরীয় বৈঠক হবে, যেখানে অন্য স্থান যেমন হট স্প্রিং, গোগরা আর ৯০০ কিমি ডেপসাং ময়দান এলাকা খালি করার জন্য আলোচনা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজ্যসভায় বলেন, ‘পূর্ব লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার সাথে সাথে অন্য কয়েকটি জায়গায় সেনার মোতায়েন আর পেট্রোলিং নিয়ে কয়েকটি ইস্যুতে আলোচনা হওয়া বাকি। চীনের সঙ্গে আগামী দিনে এই ইস্যুতে চর্চা হবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর