লন্ডনে গিয়ে মারণ ভাইরাসের কবলে নুসরত জাহান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক ছবির শুটিং এর মাঝেই প্রকাশ‍্যে এল নুসরত জাহানের (nusrat jahan) অন‍্য ছবির প্রথম পোস্টার। পরিচালক সায়ন্তন ঘোষালের ‘স্বস্তিক সংকেত’ (swastik sanket) ছবির টিজার পোস্টারের সঙ্গে সঙ্গে ফাঁস হল ছবিতে নুসরতের লুকও। লেখিকা দেবারতি মুখোপাধ‍্যায়ের ‘নরক সংকেত’ এর গল্প অবলম্বন করেই তৈরি হয়েছে ‘স্বস্তিক সংকেত’।

করোনা আবহের মধ‍্যেই ছবির শুটিং করতে লন্ডনে উড়ে গিয়েছিলেন নুসরত। বহুদিন ধরেই এই ছবি নিয়ে জল্পনা কল্পনা চলছে। মূলত অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। ছবিতে নুসরতের চরিত্রের নাম রুদ্রাণী। ক্রিপ্টোগ্রাফির উপরে একটি বই লিখেছে সে। সেই বই প্রকাশ করার জন‍্যই লন্ডন যাত্রা তার। লন্ডনে গিয়েই শুরু যাবতীয় রহস‍্যের। রহস‍্যের সূত্র ধরে ছবির গল্প পৌঁছে গিয়েছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে।


তখন হিটলারের সঙ্গে দেখা করতে জার্মানি গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জৈব মারণাস্ত্র নিয়ে গবেষণা চালানো হচ্ছিল সে সময়। তখনি এক নভেল ভাইরাস আবিষ্কৃত হয়। বিশ্বযুদ্ধে জয় পেতে ওই মারণ ভাইরাসকে ইচ্ছামতো ব‍্যবহার শুরু করে হিটলার বাহিনী। এসব দেখেই ভাইরাসকে প্রতিহত করার উপায়টি লুকিয়ে ফেলেন।

ছবিতে দেখানো হবে লন্ডনে রুদ্রাণী একটি ক্রিপ্টোগ্রাফির কোড উদ্ধার করতে গিয়ে নতুন করে শুরু হয় মারণ ভাইরাসের আতঙ্ক। লোকানো প্রতিষেধকের খোঁজ শুরু করে রুদ্রাণী। এই কাজে তার সঙ্গী হয় স্বামী প্রিয়ম। এই চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে।

https://www.instagram.com/eskaymovies/p/CXu4NcuvSn3/?utm_medium=copy_link

এছাড়াও ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ‍্যায়, রুদ্রনীল ঘোষও। নেতাজির চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে স্বস্তিক সংকেত। এদিন ছবির মোশন পোস্টার সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে নুস‍রত লেখেন, ‘পুরনো যুদ্ধ, নতুন অস্ত্র। অক্ষর দিয়ে ইতিহাসের পুনরুদ্ধার।’

X