‘কে কি খাবে, কাকে বিয়ে করবে এগুলো দেখার অধিকার কারোর নেই’: লাভ জিহাদ প্রসঙ্গে বিজেপিকে তোপ নুসরতের

Published On:

লাভ জিহাদ ইস্যুতে আরো একবার বিজেপির বিরুদ্ধে মুখর হলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এক সংবাদ চ্যানেলের সাক্ষাৎকারে নুসরত বলেন, কারোর অধিকার নেই এটা ঠিক করে দেওয়ার যে কে কার সাথে থাকবে, কার সাথে বিয়ে করবে। নুসরত বলেন কে কি খাবেন, কি দেখবেন এগুলো ঠিক করে দেওয়ার অধিকার কারোর নেই।

আসলে নুসরতের সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা করার সময় সাংবাদিক জিজ্ঞাসা করেন যে বাংলায় সরকার এলে লাভ জিহাদের উপর লাগাম লাগানোর কথা উঠছে। এটা নিয়ে আপনি কি বলবেন? উত্তরে নুসরত বিজেপির বিরুদ্ধে এক গুচ্ছ ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ।

নুসরত বলেন এটা কোন নিউ ডেমোক্রেটিক ইন্ডিয়া? থার্ড পার্সনের বিষয়ে নাক গলানোর অধিকার কারোর নেই বলে মন্তব্য করেন নুসরত জাহান। নুসরত জাহান বলেন, “বিজেপির কাছে অনেক টাকা আছে, আমরা (তৃণমূল কংগ্রেস) গরিব পার্টি। আমরা আবেগের মাধ্যমে মানুষের সাথে জুড়ে রয়েছি। অন্যদিকে বিজেপি টাকা, বিজনেস ইত্যাদি দিয়ে মানুষের সাথে জুড়ে থাকে। আমাদের পার্টি অফিস দেখুন আর ওদের পার্টি অফিস দেখুন। আমাদের পার্টি অফিস আপনাদের গরিব পার্টি অফিস মনে হবে। বিজেপি পার্টি অফিস ফাইভ স্টার পার্টি অফিস মনে হবে।”

নুসরত আরো বলেন, আমাদের অনেক লোকজন ওদের পার্টিতে চলে যাচ্ছে। তাহলে কি যারা এতদিন আমদের নীতি নীতি, আদর্শ নিয়ে চলছিল তারা রাতারাতি নীতি বদলে ফেলল। এটা তো হিউম্যান সাইকোলজির বিরুদ্ধে। কোন শক্তির বলে লোকজন এমন সিদ্ধান্ত নিচ্ছে? এর সোজাসাপটা উত্তর টাকার শক্তিতে। নুসরত বলেন বিজেপি লোকজনকে টাকার শক্তিতে দলে টানছে।

সম্পর্কিত খবর

X