হিন্দু মুসলিম একসাথে থাকতে হলে দিদিকে দরকার, বিজেপি থাকলে সম্ভব না: নুসরত জাহান

রক্তদানের শিবিরে রক্তদানের প্রয়োজনীয়তা বলার পাশাপাশি বিজেপির উপর আক্রমন হানলেন নুসরত জাহান। তৃণমূল সাংসদ নুসরত বলেন, হিন্দু মুসলিম একসাথে বাস করতে হলে দিদিকে দরকার। বিজেপি সরকার থাকলে মানুষ বাঁচতে পারে না বলে কটাক্ষ করেন নুসরত।

নুসরত আরো বলেন, দিদি প্রকল্পের বন্যা বইয়ে দিচ্ছে বাংলায়। সকলে প্রকল্পগুলির দরুন উপকৃত হচ্ছে। টাকা দিয়ে ধৰ্ম বিদ্বেষ ও দাঙ্গা ছড়িয়ে দেওয়া হয় বলে বিজেপির উপর অভিযোগ তোলেন নুসরত জাহান। উপস্থিত জনতার উদেশ্য এ নুসরত বলেন, বাংলার জনতার জন্য লড়াই করা মমতা ব্যানার্জীর মুখ রাখবেন আপনারা।

Unemployment has dropped by 40 percent in West Bengal: Nusrat Jahan, Trinamool MP

বিজেপিকে করোনার থেকেও বেশি বিপদজনক বলে আখ্যা দেন নুসরত। লক্ষণীয় যে, নুসরত সম্প্রতি রাজনীতির মৌখিক আক্রমণে ব্যাপক সক্রিয় রয়েছেন। টুইটারে প্রায়শই নুসরত বিজেপির উপর তোপ দাগেন।

সম্প্রতি এক টুইট করে নুসরত লিখেছেন, নরেন্দ্র মোদীকে ট্যাগ করে নুসরত জাহান লিখেছেন, দেশের অর্থনীতি ডুবিয়ে, অসহায় চাষীদের রাস্তায় বসিয়ে এবার শ্রী নরেন্দ্র মোদী নজর দিলেন তেলের দাম বাড়াতে!’ সব মিলিয়ে রাজনীতিতে নতুন এলেও বেশ সক্রিয়ভাবে যে উনি মাঠে নেমে পড়েছেন তা নিয়ে সন্দেহ নেই।

সম্পর্কিত খবর