মৌলবাদীদের চোখরাঙ্গানিকে উপেক্ষা করে তারাপীঠ মন্দিরে পূজো দিলেন নুসরত জাহান

বাংলাহান্ট ডেস্কঃ ভিন্ন ধর্মের হয়েও হিন্দু ধর্মকে আপন করে নিয়ে, হিন্দু ধর্মকে প্রাধান্য দিতে বহু বার দেখা গেছে অভিনেত্রী তথা তৃণমূল (TMC) সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)। মুসলিম হয়েও হিন্দু ধর্মের রীতিনীতি পালন করে বহুবার মৌলবাদীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার তারাপীঠ (Tarapith) মন্দিরে স্বামী নিখিল জৈনের সঙ্গে পূজো দিতে যাওয়ায় ফের সমালোচনার শিকার হতে হল তাঁকে।

nusrat nikhil1

 

বসিরহাটের (Basirhat) সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান কিছুদিন আগেই ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে তাঁকে হিন্দু বিবাহিত মহিলাদের মতো শাঁখা-সিঁদুর পড়তে বহুবার দেখা গেছে। রথের দড়িতে টান থেকে শুরু করে পূজোর সময় বহু পূজো কমিটির উদ্বোধনেও দেখা যায় তাঁকে। এমনকি সাংসদে শপথগ্রহণের সময় তাঁকে রুবি জৈন নামে শপথ গ্রহণ করতে দেখা যায়। যার জেরে তাঁকে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু সেই দিকে কোন কর্ণপাত না করে নিজের মেজাতেই রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি তাঁকে তারাপীঠ মন্দিরে পূজো দিতে দেখা যায়। স্বামী নিখিল জৈনকে পাশে নিয়ে নিষ্ঠা ভরে মায়ের পূজো দিতে দেখা যায় তাঁকে। তারাপীঠে অভিনেত্রী আসার খবর পেয়ে এক ছাত্রী তাঁকে দেখবার জন্য ছুটে আসেন। কিন্তু অভিনেত্রীকে দেখার ইচ্ছা তাঁর আর পূর্ণ হয় না। মন্দিরে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সেই ছাত্রী। অভিনেত্রীকে ছেড়ে হাসপাতালে ছুটতে হয় তাঁকে।

images 72

 

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী তারাপীঠ মন্দিরে পূজো দেওয়া নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হলেও, এই বিষয়ে এখনও নির্বাক দর্শক রয়েছেন অভিনেত্রী। তবে তাঁর যে এই বিষয়ে কোন ভ্রূক্ষেপ নেই, সেটা তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রেই জানা গেছে। সাংসদ তথা টলিউডের এই গ্লামারাস অভিনেত্রী নিজের কাজে সবসময় স্থির থাকেন। কোন কটূক্তিতে কান দেন না।

Smita Hari

সম্পর্কিত খবর