বিকিনির ফাঁকে উন্মুক্ত বক্ষবিভাজিকা, বালি জলে লুটোপুটি খেয়ে আবেদন বাড়ালেন সাংসদ নুসরত জাহান

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহানের (Nusrat Jahan) পায়ের তলায় সর্ষে, থুড়ি বালি। সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে টইটই করে থাইল‍্যান্ড ঘুরছেন তিনি। বিকিনিতে চড়াচ্ছেন উষ্ণতা। আর সোশ‍্যাল মিডিয়ায় তা নিয়ে চলছে তরজা। তাতে অবশ‍্য অভিনেত্রীর খুব একটা কিছু যায় আসে না। তিনি রীতিমতো বালিতে লুটোপুটি খেয়ে ফটোশুট করতে ব‍্যস্ত।

বেশ কিছুদিন আগেই থাইল‍্যান্ডে পাড়ি জমিয়েছেন ‘যশরত’। সেখানে নিজের অন‍্য এক রূপ দেখিয়েছেন অভিনেত্রী সাংসদ। সমুদ্রের ধারে একের পর এক ছবিতে ‘বিকিনি বেব’ হয়ে উঠেছেন তিনি। কম যান না যশও। খোলা শার্টে তিনিও হয়ে উঠেছেন রমণী মোহন।

Nusrat jahan 1
সম্প্রতি নুসরতের কিছু ছবি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে নেটমাধ‍্যমে। সমুদ্র সৈকতে বালিতে লুটোপুটি খেয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। জল এসে ছুঁয়েছে তাঁর। নীল বিকিনি, খোলা চুলে আবেদন চুঁয়ে চুঁয়ে পড়ছে নুসরতের প্রতিটি ছবি থেকে। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘সূর্য এবং বালি’। দুটোই যে নুসরতের খুব প্রিয় তা এতক্ষণে সকলেই বুঝে গিয়েছেন।

কিন্তু নুসরতের সঙ্গে ট্রোলের তো অবিচ্ছেদ‍্য সম্পর্ক। বিকিনি পরা নিয়ে, একরত্তি ছেলেকে বাড়িতে ফেলে ঘুরতে চলে যাওয়ার জন‍্যও সমালোচিত হন তিনি। এমনকি জনপ্রতিনিধি হয়ে এমন পোশাক পরার জন‍্য বহুবার কটুক্তির মুখে পড়েছেন নুসরত। কিন্তু তিনি বরাবর ‘ডোন্ট কেয়ার’ মনোভাব নিয়েই চলেন।

https://www.instagram.com/p/CiXWqf-vA4X/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, হিন্দি ইন্ডাস্ট্রিতে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোজেক্ট পেতে চলেছেন নুসরত। সলমন খানের আসন্ন বিগ বসের নতুন সিজনে প্রতিযোগী হয়ে পা রাখতে চলেছেন তিনি। হিন্দি টেলিভিশনের সবথেকে বিতর্কিত শো নিঃসন্দেহে বিগ বস।

গত এক দশক ধরে দর্শকদের মশলাদার বিনোদন উপহার দিয়ে চলেছে এই শো। বেশ কিছু সিজনে তারকাদের সঙ্গে আমজনতাও প্রতিযোগী হয়ে এসেছিলেন এই শোতে। কিন্তু বাংলা সিনে ইন্ডাস্ট্রির কাউকে সম্ভবত এই প্রথম বার দেখা যাবে বিগ বসে।

বিগ বসের ১৬ তম সিজন আসতে চলেছে। প্রত‍্যেক সিজনেই বিতর্কের মাত্রা কয়েক ধাপ করে বাড়তে থাকে। আসন্ন সিজন নিয়েও কৌতূহলের অন্ত নেই দর্শকদের। সূত্রের খবর মানলে, নুসরতের কাছে নাকি প্রতিযোগী হওয়ার প্রস্তাব এসেছে নির্মাতাদের তরফে। আপাতত পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর