ছেলের কাছে কাউকে ঘেঁসতেও দিচ্ছেন না নুসরত! যশ সামলাচ্ছেন ঈশানকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই মা হয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। এক মাস পর্যন্ত বাড়িতে কাটালেও সম্প্রতি ফের ক‍্যামেরার মুখোমুখি হয়েছেন তিনি। এতদিন অবশ‍্য টুকটাক ফটোশুট করছিলেন তবে মা হওয়ার পর নুসরতের প্রথম ছবি এটাই।

ছেলেকে বাড়িতে রেখেই শুটিং সেটে আসতে হচ্ছে নুসরতকে। তাই শুটিং সেরে তড়িঘড়ি নাকি বাড়ি ফেরার তাড়া থাকছে অভিনেত্রীর। যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করে ছেলের কাছে ফিরতে চান তিনি। ঈশানকে এতটাই চোখে হারাচ্ছেন নুসরত। অবশ‍্য অভিনেত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন ছেলেকে নিয়ে ঠিক কতটা প্রোটেকটিভ তিনি।


নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মজার কার্টুন শেয়ার করে তিনি জানিয়েছেন ছেলের ব‍্যাপারে তিনি খুবই কড়া। যা করার সব নিজেই করেন। অন‍্য কাউকে ছেলেকে হাত লাগাতে পর্যন্ত দিচ্ছেন না। নুসরতের ঘনিষ্ঠ সূত্রের খবর, এই সময় বাড়িতে বেশি অতিথি আসুক তা চাইছেন না নুসরত।

কেউ যদি এসেও পড়ে তাহলেও ছেলেকে দেখতে দিচ্ছেন না তিনি। ব‍্যতিক্রম অবশ‍্যই যশ দাশগুপ্ত। নিজে নুসরত সকালে কাজ করছেন, কিন্তু রাতে ছেলের জন‍্য ঘুমাতেও পারছেন না। তবে তাতেও কোনো সমস‍্যা নেই নুসরতের।


পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহের ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র শুটিং শুরু করেছেন অভিনেত্রী। এই ছবিতে তাঁর চরিত্রের নাম রাকা। তিনি বর্তমান প্রজন্মের প্রতিনিধি। একার সংসার, নাচ শিখিয়ে রোজগার। নিজেই নিজেকে রক্ষা করতে পারে রাকা। সেদিক থেকে দেখতে গেলে বাস্তবের নুসরতের সঙ্গেও এই চরিত্রের বেশ মিল। ছবির নায়ক সোহম। তাঁর চরিত্রের নাম অনীশ।

সুজয়, অনীশ ও মিলি তিন বন্ধু কাজের অভাবে পকেটমারি শুরু করে। ঠিক সে সময়েই শহরের বুক থেকে রহস‍্যজনক ভাবে উধাও হয়ে যায় একটি কালী মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা গল্পটা এগোবে। অনীশকে জীবনের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করবে রাকা।

সম্পর্কিত খবর

X